কক্সবাজার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর খুলছে সেন্ট মার্টিন
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, আগামী ১১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য চালু হচ্ছে সেন্ট মার্টিন।
এদিন সকাল ৭টায় কক্সবাজার থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এরইমধ্যে এ খবর নিশ্চিত করেছে পর্যটকদের বহনকারী প্রমোদ জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ১১ সেপ্টেম্বর থেকে আমাদের প্রমোদ জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেস আবার যাত্রা শুরু করছে। এদিন সকাল ৭টায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়া হবে। আবার বিকেল সাড়ে ৩ টায় সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফেরত আসা হবে। এজন্য ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অফিস থেকে টিকিট সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটিতে একসঙ্গে ৫৪৭ জন ভ্রমণ করতে পারবেন। এতে রয়েছে ৫১০টি চেয়ার। ইকোনমিক আসনের চেয়ারের (দ্বিতীয় শ্রেণি) ভাড়া দুই হাজার টাকা। বিজনেস আসনের চেয়ারের (প্রথম শ্রেণি) ভাড়া দুই হাজার ৫০০ টাকা। জাহাজটিতে কেবিনের সংখ্যা রয়েছে ১৭টি। এর মধ্যে সিঙ্গেল, ডাবল, ইকোনমিক ও ভিআইপি শ্রেণি রয়েছে। সিঙ্গেল কেবিন (একজন) পাঁচ হাজার টাকা, ডাবল কেবিন (দুইজন) আট হাজার টাকা, ইকোনমিক (দুইজন) ১০ হাজার ও ভিভিআইপি (দুইজন) ১৫ হাজার টাকা।
এছাড়া প্রতিটি কেবিনে অতিরিক্ত যাত্রীদের জন্য ইকোনমিক আসনের চেয়ারের ভাড়ার টিকিট সংগ্রহ করতে হবে।
কক্সবাজার থেকে সেন্ টমার্টিন যেতে নৌরুটে ৯৫ কিলোমিটার পাড়ি দিতে হয়। জাহাজটিতে যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থাসহ রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা।
আইনিউজ/এসডিপি
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে