Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

ভ্রমণ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২০

পর্যটকদের জন্য অক্টোবরে খুলছে নেপাল

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে নেপাল। প্রায় ছয় মাস বন্ধ রাখার পর নেপাল সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে চাইলেই যে কেউ নেপালে যেতে পারছেন না। বিদেশি পর্যটকদের নেপাল ভ্রমণের জন্য অবশ্যই করেনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিতে হবে। পরীক্ষা করাতে হবে নেপালের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে।

করোনার কারণে বন্ধ করে দেয়ার প্রায় ছয় মাস পর ১৭ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করার অনুমতি দেয়া হয়েছিল। অনুমতি দেয়া হয়েছে এক শহর থেকে অন্য শহরে বাস চলাচল, হোটেল এবং রেস্তোরাঁগুলোও খুলে দেয়ার।

কোভিড-১৯ ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ পর্যালোচনা করে দেশটির মন্ত্রিসভা এসব সিদ্ধান্ত নেয়।

ট্রেকিং ও পর্বতারোহী গ্রুপ বিদেশি ক্লায়েন্টদের পর্বতারোহনে নিয়ে যেতে পারবে ১৭ অক্টোবর থেকে। বিদেশি পর্যটকদের নেপালে যাওয়ার অনুমতি দেয়ার এ সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য নিশ্চিতভাবে সুখবর।

সূত্র: নেপাল টাইমস​​​​​​

আইনিউজ/এসপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়