Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২ নভেম্বর ২০২০

রাতারগুলে নৌকা ভ্রমণ-ভিডিও ধারণে দিতে হবে ফি

রাতারগুল

রাতারগুল

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জীব-বৈচিত্রের কেন্দ্রবিন্দু রাতারগুল সোয়াম্প ফরেস্টে প্রবেশ, নৌকা ভ্রমণ ও ভিডিও ধারণ করলে সরকারকে দিতে হবে নির্দিষ্ট হারে ফি।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে ফি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়েছে, রাতারগুলে প্রবেশের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক (১২ বছরের নিচে) ও পরিচয়পত্রধারী ছাত্র-ছাত্রীদের প্রবেশ ফি ২৫ টাকা। বিদেশি নাগরিকদের প্রবেশ ফি ৫০০ টাকা করে দিতে হবে। এছাড়াও ভিডিও ধারণের জন্য ক্যামেরা প্রতি ১০ হাজার টাকা হারে ফি দিতে হবে।

এছাড়াও প্রতিবার নৌকা (ইঞ্জিনবিহীন) ভ্রমণের ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। তবে এক্ষেত্রে বিদেশিদের এক হাজার টাকা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, বাস বা ট্রাকের পার্কিং ফি ২০০ টাকা। পিকআপ, জিপ, কার, মাইক্রোবাসের পার্কিং ফি ১০০ টাকা এবং সিএনজি ও মোটরসাইকেল পার্কিং ফি ২৫ টাকা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়