Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

ভ্রমণ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ নভেম্বর ২০২০

দেশের যে ৫টি স্থান পর্যটকদের বেশি পছন্দ

সেন্ট মার্টিন

সেন্ট মার্টিন

বাংলাদেশ নদী মাতৃক দেশ। জালের মতো এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে নদ-নদী। এখানে রয়েছে হাওর নদী আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য। তাই দেশি পর্যটকদের পাশাপাশি আমাদের দেশে প্রচুর পরিমাণ বিদেশি পর্যটকও ঘুরতে আসেন। বিশ্বের অনেক দেশের ভ্রমণপিপাসু এখানে ঘুরতে আসেন।

দেশে অনেক পর্যটনের স্থান থাকলেও বিশেষ ৫টি স্থান পর্যটক বেশি পছন্দ পর্যটকদের। এই ৫টি স্থানের কথা সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন পাঠকরা। দেখে নেবো সেই জায়গাগুলো, যেগুলো পর্যটকদের বেশি পছন্দ।

বান্দরবন

পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পার্বত্য-জেলা বান্দরবান। এখানকার বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেছেন অনেকে। পাহাড়, নদী, ঝর্ণা এবং সবুজ এসব কিছু মিলিয়ে অনেকের প্রিয় পার্বত্য এই জেলা।

পর্যটকদের প্রধান আকর্ষণ রয়েছে এখানে অবস্থিত নাফাখুম ঝর্না। জেলার থানচি উপজেলায় অবস্থিত। এটাকে বাংলাদেশের অন্যতম জলপ্রপাত হিসেবে ধরা হয়। নীলাচল পর্যটন কেন্দ্র রয়েছে একটি। সেখান সমুদ্রপৃষ্ঠ থে প্রায় দুই হাজার ফুট উঁচুতে উঠলে আপনি মেঘের দেশে চলে যাবেন। আরো রয়েছে বগালেক, স্বর্ণ-মন্দির এছাড়া রয়েছে কেওক্রাডং পর্ব যেটা রুমা উপজেলায় অবস্থিত।

নাফাখুম ঝর্ণা, এই জায়গাটি পর্যটকদের কাছে বিশেষ পছন্দের

 সিলেট

সিলেটের কয়েকটি স্থান রয়েছে পছন্দের তালিকায়। সিলেটের জাফলং, বিছানাকান্দি, রাতারগুল এসব স্থানের কথা উল্লেখ করেছেন অনেকেই। সাথে রয়েছে চা বাগানের ওপর বাড়তি আকর্ষণ। উত্তর-পূর্বের জেলা অনেকগুলো স্থান রয়েছে দেখার মত। এর খুব কাছেই উত্তরে ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড়।  পাহাড়ের পাদদেশে রয়েছে দেশের বৃহৎ শাপলা ফুলের বিল। অনেকেই এই বিলকে শাপলার হাওরও বলে থাকেন।  এছাড়াও সিলেট জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে।

সুনামগঞ্জ জেলায় প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওরের রূপ বৈচিত্রে আকর্ষণ রয়েছে পর্যটকদের

কক্সবাজার:

বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, অনেকের পছন্দের তালিকায় রয়েছে। এখানে শুধু দেশি পর্যটকরা যান না, বিদেশি পর্যটকদের আনাগোনা চোখে পড়ে। ১১১কি.মি. সমুদ্র সৈকত অনেকের পছন্দ।

এছাড়া এখানকার বিভিন্ন দ্বীপ যেমন মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরি, সেন্টমার্টিন দ্বীপ ( স্থানীয় অনেকের কাছে নারিকেল জিঞ্জিরা), মাতাবাড়ি, বন,বৌদ্ধমন্দির রয়েছে।

কক্সবাজারে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে সারা বছরই দর্শকদের ভীর লেগে থাকে।

সেন্টমার্টিন:

যারা শুধু সমুদ্রের নীল পানি আর নিরিবিলি সময় কাটাতে চান তাদের কাছে পছন্দের জায়গা সেন্টমার্টিন।  কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে এই দ্বীপের অবস্থান।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি। স্থানীয়ভাবে নারকেল জিঞ্জিরা নামে পরিচিত, অনেকে দারুচিনি দ্বীপ নামেও এক সময় পরিচিত ছিল স্থানটি। চারিদিকে পানি আর মাঝখানে আট বর্গ কিলোমিটারের এই ছোট দ্বীপটি একদিনেই পায়ে হেঁটে ঘুরে আসা যায়।

বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ

 খাগড়াছড়ি:

বাংলাদেশের পার্বত্য আরেকটি জেলা খাগড়াছড়ি। এই স্থানটি রয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়। নদী, পাহাড়, রাবার বাগান, আলুটিলা সুড়ঙ্গ, রিছাং ঝর্ণা দেখতে অনেকেই যান এখানে।

এছাড়া দিনাজপুরের রামসাগর, বরিশালের লাল শাপলার বিল, কুমিল্লা কোটবাড়ি, মহাস্থানগড়, বগুড়া, রাঙ্গামাটি. সুন্দরবনের কথা উল্লেখ করেছেন কেউ কেউ।

অপরূপ সৌন্দর্যের আঁধার সাজেক ভ্যালী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়