আপডেট: ১৭:৩৭, ১৯ আগস্ট ২০১৯
সোমবার ডেঙ্গুতে আক্রান্ত ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ঢাকায় ২জন, বরিশালে ১জন, ময়মনসিংহ ১জন, কিশোরগঞ্জ ১জন, ফরিদপুর ১জন ও খুলনায় ১জনের মৃত্যু হয়।
ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। সামিয়া নামের আট বছর বয়সী মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১০ আগস্ট সামিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
এদিকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন ফাতেমা আক্তার (৪৫) নামে আরও একজন। এই নিয়ে এ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে।
জানা যায়, ফাতেমা আক্তার গত রোববার (১৮ আগস্ট) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে।
বরিশাল : বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি গত ১৬ আগস্ট ডায়রিয়া ও ডেঙ্গু জ্বর নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুমাইয়া আক্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।
খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরপি) শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মিজানুর বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত খুলনায় এক বৃদ্ধাসহ পাঁচজনের জনের মৃত্যু হয়েছে বলে জেলার সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক জানিয়েছেন। তিনি বলেন, খুলনায় সোমবার পর্যন্ত ৫৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন, যাদের ২০ জন সোমবার এসেছেন।
ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আগের দিন দুপুরে হাসপাতালে ভর্তি হওয়া আনোয়ার সোমবার (১৭ আগস্ট) ভোরে মারা যান। তিনি বলেন, ‘আনোয়ার কয়েকদিন নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে তার মৃত্যু হয়।’
লক্ষ্মী নারায়ণ জানান, ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এপর্যন্ত হাসপাতালে মারা গেছের তিনজন। গত ২৪ জুলাই থেকে সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত মোট এক হাজার ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছে ৮৮৩ জন। এখন চিকিৎসাধীন আছেন ১৭৪ জন।
ফরিদপুর : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, দেলোয়ার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিবার ভর্তি হন। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
দোলোয়ারের বাবা শফিউদ্দিন শেখ বলেন, তার ছেলেকে প্রথমে ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দেলোয়ার ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭ জন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ফরিদপুরের এ রোগে ভর্তি রয়েছে ৩৪৬ জন রোগী। এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ডেঙ্গু রোগীর মৃত্যু হল বলে কামদা প্রসাদ জানান।
কিশোরগঞ্জ : রাসেল নামের এক যুবক গত ১৫ আগস্ট কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রবিবার দুপুরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তার মৃত্যু হয়।
নিহত রাসেল মিয়া পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি রাজধানীর কেরানীগঞ্জে দর্জির কাজ করতেন। দুটি সন্তান রয়েছে তার।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১১১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবমিলিয়ে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে। তাদের মধ্যে ১২০ জন রোগীকে গুরুতর অবস্থায় ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের