Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

ভ্রমণ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ৩০ নভেম্বর ২০২০

চাইলে আপনিও ভাড়া নিতে পারেন এই গোটা দ্বীপ!

কানু দ্বীপ

কানু দ্বীপ

ছুটি কিংবা হানিমুন কাটাতে অনেকেই ছুটে যান পানি ঘেরা দ্বীপে। কল্পনা থাকে নিজের মতো করে সেখানে সময় কাটানোর। কিন্তু কল্পনার সাথে বাস্তবিক পরিস্থিতির মিল না থাকায় নিজের মতো করে সময়  কাটানো হয়ে ওঠে না।

তবে আপনি যদি বেশি বেশি টাকা খরচ করতে পারেন তাহলে আপনার এই কল্পনা সত্যি হতে পারে কানু নামক একটি দ্বীপ। আপনি নিজেই হয়ে যেতে পারেন সেই দ্বীপের মালিক। তারপর নিজের মতো করে সময় কাটাতে পারবেন।

ব্যতিক্রমী দ্বীপের নাম কানু। মধ্য আমেরিকার উত্তর-পূর্বে অংশে, ক্যারিবীয় সাগরের উপকূলে এর অবস্থান।

ব্যক্তিমালিকাধীন দ্বীপে আরামদায়কভাবে থাকার জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। দৃষ্টিনন্দন দ্বীপে একবারে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ শিশু থাকতে পারেন।

বেলিজের প্লেসনিয়া উপকূল থেকে মাত্র ১৫ মিনিটের দূরে অবস্থিত কানু একটি অত্যাশ্চর্য প্রবাল দ্বীপ।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাদা বালির দ্বীপে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটি কাটাতে আসেন। আড়াই একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা ব্যক্তিগত দ্বীপে এক হাজার বর্গফুট আয়তনের পাঁচটি বিলাসবহুল ভিলা রয়েছে। এখানে অবকাশ যাপনের জন্য খেলা কিংবা নৌকায় ঘোরাঘুরির ব্যবস্থা্ও রেখেছে কর্তৃপক্ষ।

তবে চাইলেই সবাই যেতে পারবেন না দ্বীপে। কারণ এখানকার খরচটা তুলনামুলকভাবে বেশি। কানুর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দ্বীপে আট জন লোকের এক সপ্তাহের জন্য প্রতি রাতে খরচ পড়বে ২৯ হাজার ৫০০ ডলার। সে হিসেবে একরাতের জন্য একজনের খরচ পড়ে ৫০০ ডলার। আর যদি লোকের সংখ্যা আট ছাড়িয়ে যায়, তবে প্রতি রাতে প্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত ১৭৫ ডলার দিতে হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়