Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

ভ্রমণ ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:৫০, ৬ ডিসেম্বর ২০২০

সিলেটের আকর্ষণীয় ৫টি পর্যটন কেন্দ্র

ছবি: অনলাইন

ছবি: অনলাইন

ঘোরার কথা বললেই সবার আগে মাথায় যে কয়েকটি জেলার নাম আসে তাঁর মধ্যে অন্যতম সিলেট। যেকারণে প্রায় সারাবছরই এখানে দেশি-বিদেশি পর্যটকদের দেখা যায়। আসলে সিলেটের সৌন্দর্য হাওর-পাহাড়-নদী আর হাওরের মিতালির এক সংমিশ্রিতভ রূপ। আজকে জেনে নেবো সিলেটের ৫টি আকর্ষণিয় জায়গা সম্বন্ধে।

জাফলং : কর্মব্যস্ত জীবনে একটু অবসর পেলেই ঘুরে আসতে পারেন পাথরের স্বর্গ খ্যাত সিলেটের জাফলংকে। সেখানে সীমান্ত অতিক্রম না করেই প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার রোমাঞ্চ অনুভব করতে পারবেন।



রাতারগুল : রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। চিরসবুজ এই বন বর্ষাকালে ২০ থেকে ৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকলেও, বাকি সারা বছর পানির উচ্চতা থাকে ১০ ফুটের মতো।



বিছানাকান্দি : নৌকা ভ্রমণের জন্য অন্যতম স্থান। বিছানাকান্দি আপনাকে এনে দিতে পারে অন্যরকম আত্মতৃপ্তি। খাসিয়া পর্বতের বিভিন্ন স্তর এসে এক বিন্দুতে মিলিত হয়েছে এখানে। খাসিয়া পর্বত থেকে নেমে আসা ঝর্ণা এখানে একটি হ্রদের সৃষ্টি করেছে যা পরবর্তীতে গিয়ে মিশে গিয়েছে পিয়াইন নদীর সাথে।

মালনীছড়া চা বাগান : অনন্য সৌন্দর্যে ঘেরা বিভিন্ন চা বাগান সিলেটকে দিয়েছে আলাদা পরিচয়। এসবের মধ্যে মালনীছড়া চা বাগান অন্যতম। এটি বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম ও সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। ১৮৪৯ সালে লর্ড হার্ডসন ১৫০০ একর জায়গার ওপর এই চা বাগান প্রতিষ্ঠা করেন।



লালাখাল : ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নীল পানির এই লালাখালের পাশ দিয়েই প্রভাবিত হয়েছে সারি গোয়াইন নদী।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়