আপডেট: ১১:০৫, ২৫ আগস্ট ২০১৯
সেপ্টেম্বরে আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট সিটি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: দেশের প্রথম সিটি হিসেবে ইন্টারনেট প্রটোকল (আইপি) ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগর। অত্যাধুনিক ফেইস রিকগনিশন ফিচার সম্বলিত এই ক্যামেরার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, তালিকাভুক্ত পলাতক অপরাধীদের দেখা মাত্রই সিগন্যাল দেবে এটি। একারণে খুব সহজেই অপরাধী এবং তার অবস্থান চিহ্নিত করা যাবে। এতে নগরে অপরাধ প্রবণতা কমে যাবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
চুরি, ছিনতাই, রাহাজানিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড নির্মুল ও নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করতে সিলেট মহানগরীর গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে ১১০টি আইপি ক্যামেরা। ‘ডিজিটাল সিটি’ প্রকল্পের আওতায় বসানো অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এসব ক্যামেরার মাধ্যমে সহজেই ধরা পড়বে যে কোন অপরাধীরা। এছাড়া ফেইস রিকগনিশন ফিচারের মাধ্যমে তালিকাভুক্ত যে কোন অপরাধী ওই আইপি ক্যামেরা এলাকায় আসলেই সিগন্যাল বেজে উঠবে নিয়ন্ত্রণ কক্ষে। সিলেট কতোয়ালী থানায় স্থাপন করা নিয়ন্ত্রণ কক্ষে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবেন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
এছাড়া এই আইপি ক্যামেরার ‘অটো নাম্বার প্লেট রিকগনিশন’ ফিচারের মাধ্যমে যেকোনো যানবাহনের গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারবে পুলিশ। এক্ষেত্রে অপরাধে জড়িত কোনো যানবাহনের নাম্বার দিয়ে অনুসন্ধান চালিয়ে নগরীতে সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার এসএমপি পরিতোষ ঘোষ, 'কোনো গাড়ি যদি চুরি হয়ে যায়। তখন সাথে সাথে আমাদেরকে জানালে সেই গাড়িটা কোনো আইপি ক্যামেরার সামনে গেলেই সাথে সাথে সিগন্যাল পাওয়া যাবে।'
শুধু অপরাধ নিয়ন্ত্রণই নয়, নাম্বার প্লেট রিকগনিশনের সাহায্যে যানবাহনের গতিবিধিও নিয়ন্ত্রণ করা যাবে এ আইপি ক্যামেরার মাধ্যমে। নগরীর যানজট নিরসনেও এই আইপি ক্যামেরা কার্যকর ভুমিকা রাখবে বলে মনে করেন মহানগর পুলিশের এই কর্মকর্তা।
পরিতোষ ঘোষ আরও বলে, 'এটা দিয়ে আমরা ট্রাফিক কন্ট্রোল করতে পারব। কোনোদিকে যদি জ্যামে রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে যেদিকে গাড়ি কম আছে আমরা সেদিকে গাড়ি ছাড়তে পারবো।'
আগামী সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি অপারেশনে আসবে আইপি ক্যামেরাগুলো। ফলে নগরীতে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে এবং সহজে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের