Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

ভ্রমণ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২১

ভ্রমণের খরচ কমানোর সাত উপায়

করোনাকালে নিউ নরমাল লাইফে আমরা অনেকেই অভ্যস্ত হয়ে পড়েছি। করোনা উপেক্ষা করে প্রিয় জায়গায় ছুটছে ভ্রমণপিপাসুরা। বিশেষ করে কক্সবাজার, সাজেক ও সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সাম্প্রতিক ছবি দেখলেই তা বোঝা যায়।

এদিকে করোনাকালে অনেকের আয় কমেছে। চাইলে পকেটে থাকা বাজেট দিয়েও ঘুরে আসা সম্ভব। সেক্ষেত্রে ভ্রমণে গেলে কীভাবে খরচের লাগাম টেনে ধরবেন, সেই উপায় জানতে হবে।

সাত উপায়ে আপনি ভ্রমণের খরচ কমাতে পারবেন। জেনে নিন-

* প্রতি মাসেই কিছু টাকা রাখুন ভ্রমণ খাতের জন্য। এতে টাকা জোগাড়ের চাপ কমবে।

* একা বা দুজন না ঘুরে গ্রুপ বেঁধে ঘুরুন। এতে মাথাপিছু খরচ অনেকটাই কমে যায়।

* অভ্যন্তরীণ রুটে বাস ও ট্রেন ব্যবহার করুন। নতুন অনেক বাস কোম্পানী রয়েছে, যারা টিকিটে অলিখিত ছাড় দিয়ে থাকে। আর বিদেশে যেতে চাইলে ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন।

* বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন।

* বিমান যাত্রায় যাতে ব্যাগের ওজনের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে না হয়, সেদিকে খেয়াল রাখুন।

* পর্যটনকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন।

* পর্যটনকেন্দ্রে গেলে বিশেষ কোনো পণ্য না পেলে কেনার প্রয়োজন নেই।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়