মহিদুর রহমান
আপডেট: ১৪:০৯, ১৯ ডিসেম্বর ২০২১
বালিগাঁও : আবহমান বাংলার অনন্য প্রতিচ্ছবি
সবুজে ঘেরা বালিগাঁও। ছবি- তুহিন জোবায়ের
নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলানিকেতন মৌলভীবাজার জেলা। এ জেলার অন্যতম উপজেলা রাজনগর। হাওর-বাওর, বিল-ঝিল, দিঘি-খাল, নদী-নালা পাহাড় আর সমতলের সমন্বয়ে গঠিত রাজনগর উপজেলায় রয়েছে বিস্তীর্ণ ধান সবুজের মাঠ, আখ ক্ষেত, ফুল-ফল, কাদা-মাটি-জল। রয়েছে চা বাগানের নয়নাভিরাম সমারোহ।
আর গ্রামগুলো! একেকটা গ্রাম যেনো দেখতে ছবির সুন্দর। পত্র-পল্লব বেষ্টিত। ভেজা মাটির সোঁদা গন্ধ। গ্রামের মানুষ যেনো মাটি দিয়ে গড়া। সরল সোজা। এমনই একটি গ্রাম 'বালিগাঁও'।
এ গ্রামের রয়েছে বহু প্রাচীন ঐতিহ্য। পুঁথি পাঠ, জারি, যাত্রা, পালা, পৌষমেলা, ঘোড়দৌড়, নৌকানাইচ, ফুটবল-কাবাডি ইত্যাদি এ অঞ্চলের মানুষকে যুগে যুগে আনন্দ দিয়েছে। কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। ঐতিহ্যকে করেছে আরও সমৃদ্ধ। সাম্প্রতিক কালে অবর্চীনদের কাছে ক্রিকেট, নাট্যাভিনয়, বই পড়া, ইন্টানেট তথ্য সংগ্রহ ইত্যাদি প্রিয় হয়ে উঠেছে।
একাত্তরের মুক্তিযুদ্ধে বালিগাঁ'র মানুষের ছিল গৌরবময় ভূমিকা। এর বিনিময়ে হারাতে হয়েছে একজন সরলপ্রাণ দানু মিয়াকে। আগুনে ভষ্মিভূত হয়েছে অনেকগুলো মূল্যবান ঘর-বাড়ি। আজও পাক-হানাদারদের বুটের এবং বন্দুকের বাটের আঘাতের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন অনেকে। আর চোখের জল! সেও কম ঝরেনি। আজও ঝরছে। এসবের কিন্তু মূল্য অনেক। অনুভবে যখন মূল্যটা আসে তখনই শুরু হয় তাড়না। অন্তরের নিরন্তর তাড়নায় আমরা একঝাঁক তরুণ পাঠাগার প্রতিষ্ঠার জন্য স্বপ্নের জাল বুনি। পাঠাগার হচ্ছে সভ্যতার পরিচায়ক। তাই শুরু হয় মূল্যায়ন— শুরু হয় পথচলা, যাকে বলে যাত্রা শুরু।
১৬ ডিসেম্বর ২০০৪ খ্রিস্টাব্দে অতীতের ধারাবাহিকতায় এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়। ঐ দিনই শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, লেখক সর্বজন শ্রদ্ধেয় জনাম অধ্যক্ষ মো. কোরেশ খান শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগারের আনুষ্ঠানিক সূচনা ঘোষণ করেছিলেন। উল্লেক্ষ্য যে, আমাদের অনুরোধে শহীদ দানু মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি ঘর পাঠাগার হিসাবে ব্যবহারের জন্য সুযোগ দেওয়া হয়। ২০১৭ সালে শহীদ দানু মিয়ার পুত্রগণ পাঠাগারের নামে তিন শতক জমি দান করেন।
সমাজের বিকাশে বই, বিকশিত মানুষ নির্মাণে বই, ইতিহাস--ঐতিহ্য জানতে বই, সংস্কৃতি চর্চায় বই- এসব ভাবনাকে বিবেচনায় রেখে সমমনা সবাই পাঠাগারকে সমৃদ্ধ করার নিমিত্তে কাজ চালিয়ে যাচ্ছি। নিজেদের বইগুলো পাঠাগারের দান করার পাশাপাশি অন্যদের কাছ থেকে বই সংগ্রহ করে যাচ্ছি।
শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার দেখতে দেখতে অষ্টাদশ বর্ষে পদার্পণ করেছে। প্রতিদিন অনেক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী পাঠক এখানে আসেন। বই পড়েন, পত্রিকা পড়েন। এতে আমরা দারুণ আশাবাদী। কেননা আমাদের কাছে আছে এক ঝাঁক তরুণ প্রজন্ম। যারা খুবই চিন্তাশীল ঐক্যবদ্ধ। কবির কথায়-
'মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক্
কন্ঠে মোদের কুন্ঠাবিহীন নিত্য কালের ডাকে।'
এখনও যোজন যোজন পথ পাড়ি দিতে হবে। পৌঁছতে হবে অনেক দূর। আমাদের সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে। আছে অর্থের টানাপড়েন। তাই বলে বিনা কাজে বাজিয়ে বাঁশি বেলা কাটাতে চাই না। কাজ করে যেতে চাই। যাচ্ছি।
ছবি- তুহিন জোবায়ের
এছাড়া পাঠাগারের নিবন্ধন, তহবিল সংগ্রহ, আসবাবপত্র, বই, পাঠক ইত্যাদি বৃদ্ধির লক্ষে চেষ্টা অব্যাহত আছে কেননা,
'উথলি যখন উঠেছে বাসনা,
জগতে তখন কিসের ডর।
পরিশেষে, বলতেই হয়, সমাজে নিন্দুক ছিল, আছে ও থাকবে। তাদেরও আলোর নিচে সমবেত হওয়ার আহ্বান জানাই। মোরা বিফলতার বিষম আবর্তে মরতে চাই না। সামাজিক দুর্বত্তায়ন থেকে বেরিয়ে আসতে চাই। চাই বিকশিত মানুষ, বিকশিত সমাজ। কবির ভাষায়-
'যায় প্রাচী চৈতী বায়-আয় নবীন শক্তি আয়'।
শুধু সৌন্দর্যে সাধন নয় উদ্দেশ্য অর্জনই আমাদের লক্ষ। শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার বালিগাঁও ভিন্ন উচ্চতার এক অনন্য বাতিঘর। বিকশিত হোক পত্র-পল্লবে, শাখা-প্রশাখায়।
- আরও পড়ুন- ৩ দিনে লাউয়াছড়ায় ৬ হাজার পর্যটকের আগমন
যেন 'দেখে দেখে আঁখি না ফেরে'।
আইনিউজ/এসডি
আইনিউজ ভ্রমণ ভিডিও
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে