শ্যামলাল গোঁসাই, দুবাই থেকে
আপডেট: ২১:৩৯, ৩১ ডিসেম্বর ২০২১
দুই বছর পর বৃষ্টির দেখা পেলো দুবাই
মরুর দেশ দুবাই। চারদিকে মরুভূমি আর বালিয়াড়ি। শরীর ঝলসে যাওয়া গরমে অতিষ্ট দুবাইবাসীর কাছে বৃষ্টিবাদল অনেকটাই স্বপ্নের মতো। প্রায় দুই বছর পর এবার বৃষ্টির দেখা পেলো দুবাই।
বছরের শেষদিনে, স্থানীয় সময় ভোর পাঁচটা থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়। আর এ বৃষ্টি দেখে অনেকেই শিশুদের মতো আনন্দে নেচে উঠতে দেখা যায়। যেন মরুর বুকে একটু প্রাণের সঞ্চার।
এর কারণ জানতে চাইলে দীর্ঘদিন ধরে দুবাই-এ থাকা কাবুলের বাসিন্দা মোহাম্মদ আমান বলেন, 'এখানে বৃষ্টি হয়না বললেই চলে। আজ দুই বছর পর বৃষ্টি দেখছি। আমি এখানে আছি পাঁচ বছর ধরে। এর মধ্যে এবারই এরকম ঘন বৃষ্টি দেখতে পেলাম।
বাঙালি প্রবাসী শ্রমিক রাকিব মিয়া দুবাই আসেন তিন বছর আগে। রাকিব বলেন, এখানে তীব্র গরমের দিনেও একফোঁটা বৃষ্টির দেখা পাওয়া যায়না। এখন শীতকাল। মরু এলাকায় শীতকালে একটু বৃষ্টি হয়। তাও বছর খানেক পরপর দেখা মিলে বৃষ্টির।
এদিকে বৃষ্টি দেয়ায় দুবাই'র প্রবাসী শ্রমিকরাও খুশি। তাদের খুশির কারণ, সাধারণ এহেন বৃষ্টিতে কাজ থাকেনা বিধায় একদিন ছুটি কাটাতে পারেন তারা। তবে অনেক কোম্পানিতে ভিন্ন দৃশ্যও দেখা গিয়েছে। অনেকেই এই বৃষ্টির মাঝেও পলিথিন মাথায় কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন।
অপরদিকে যেসব প্রবাসী ফ্রি ভিসায় দুবাই আছেন তাদের জন্য এই বৃষ্টি খানিকটা অভিশাপ স্বরূপও। কেননা বৃষ্টির দিনে এখানে পর্যটকরা তেমন একটা বাইরে বের হন না। এতে ফ্রি ভিসাধারীদের হরেকরকমের ব্যবসায় লোকসান হয়ে থাকে। তবে সেটি অল্প সময়ের জন্যই। কেননা দুবাই বছর খানেক পর হুট করে যেভাবে বৃষ্টি নামে তেমনি হুট করেই তা থেমে গিয়ে কড়া রোদ ওঠে যায়।
আইনিউজ ভিডিও
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে