সাজু মারছিয়াং, লাউয়াছড়া জোন
ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে জাতীয় উদ্যান লাউয়াছড়ায়
ঈদের ছুটিতে লাউয়াছড়ায় পর্যটকদের ঢল। ছবি- সাজু মারছিয়াং
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন মঙ্গলবার,বুধবার ও আজ বৃহস্পতিবার টানা তিনদিন পর্যটকদের ঢল নেমেছে। ৩ দিনে পর্যটকের প্রবেশের টিকেট মূল্য বাবত প্রায় ৪ লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়েছে। ঈদের দিন বৃষ্টি থাকায় পর্যটকের সংখ্যা কিছুটা কম হলেও ঈদের পরদিন বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যটকের ঢল নামে লাউয়াছড়ায়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকেট কাউন্টার সুত্রে জানা যায়, ঈদের দিন মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাপ্তবয়স্ক ১ হাজার ৭৬৩ জন ও ৬১১ জন অপ্রাপ্তবয়স্ক পর্যটক প্রবেশ করেছেন। এতে ঈদের দিন রাজস্ব আয় হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ৮৮ টাকা। ঈদের পরদিন বুধবার লাউয়াছড়ায় প্রাপ্তবয়স্ক ২ হাজার ৮২৮ জন ও অপ্রাপ্তবয়স্ক ৭০৮ জন পর্যটক প্রবেশ করেন। এতে রাজস্ব আয় হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৯৮১ টাকা ও আজ বৃহস্পতিবার রাজস্ব আয় হয়েছে ১লক্ষ ৩৫ হাজার ৫৭৬ টাকা। ঈদের টানা ৩ দিনে ৮ হাজার ৯ শত ৩২ জন (৬ জন বিদেশী সহ) পর্যটকের প্রবেশ মূল্য থেকে মোট রাজস্ব আয় হয় ৩ লক্ষ ৯৫ হাজার ৩ শত ৪৫ টাকা রাজস্ব আয় হয়েছে।
আজ দুপুরে সরেজমিনে লাউয়াছড়ায় দেখা যায়, উদ্যানে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকেরা বনের ভেতর প্রবেশ করে ঘুরাফেরা করছেন। অনেকে দল বেধে ঘুরছেন, রেললাইনে দাড়িয়ে কেউ কেউ সপরিবারে ছবি তুলছেন। টিকেট কাউন্টারের সামনে লম্বা লাইন ধরে টিকেট কেনা চলছে। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের সদস্যরা অবস্থান করছে বনের ভেতরের রেললাইন ও বাহিরের ফটক এলাকায়। বনের ভেতরে ঘুরে এসে পর্যটকেরা আনারস, কলা, লেবুর শরবতসহ নানা খাদ্যসামগ্রী কিনে খাচ্ছেন।
ঢাকা থেকে আসা পর্যটক শাহরিয়ার কবির, সিলেটের আবুল খায়ের নোমান শুভ ও রফিউল আলম তালুকদার বলেন, 'ঈদের দিন বৃষ্টি থাকায় কেউ বাহিরে বের হইনি। শহরে রাতে সামান্য ঘুরাঘুরি করেছি। ঈদের পরের দিনে বৃষ্টি না থাকায় চলে এসেছি প্রকৃতির রূপকে উপভোগ করতে। এর আগেও আসা হয়েছে লাউয়াছড়া উদ্যানে।'
লাউয়াছড়ার টিকেট কালেক্টর শাহীন আহমেদ বলেন, ‘গত দুই বছর করোনা প্রাদুর্ভাবের কারণে ঈদের ছুটিতে লাউয়াছড়ায় তেমন পর্যটক আসে নি। তবে এবার ৩ দিনেই প্রচুর পর্যটকের আগমন হয়েছে। ঈদের এক সপ্তাহ প্রচুর পর্যটক আসবে বলে আমরা আশাবাদী।'
লাউয়াছড়া বন-বিট কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, 'পর্যটকের ঢল নেমেছে লাউয়াছড়ায়। এ ৩ দিনে পর্যটকদের প্রবেশমূল্য ৪ লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়েছে। পর্যটকের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বনবিভাগের সদস্যরাও কাজ করছে।'
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, 'ঈদে কমলগঞ্জ উপজেলার সকল পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা দিতে ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য থানা পুলিশসহ ট্যুরিস্ট পুলিশ সবসময় মাঠে আছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে