Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১২:৪০, ১১ জুলাই ২০২২
আপডেট: ১২:৫৪, ১১ জুলাই ২০২২

হাওর-নদী আর সবুজে ঘেরা কাশিমপুর, দেখে আসুন ‘সেলফি দ্বীপ’

কাশিমপুর পাম্প হাউজ (সেলফি দ্বীপ) থেকে ছবিটি তোলেছেন আলোকচিত্রী প্রান্ত নয়ন

কাশিমপুর পাম্প হাউজ (সেলফি দ্বীপ) থেকে ছবিটি তোলেছেন আলোকচিত্রী প্রান্ত নয়ন

তিনদিক ঘেরা হাওরের জলে, অন্য দিকটিতে কুশিয়ারা নদীর জল- মাঝখানে সবুজ কিছু গাছ নিয়ে জেগে আছে উঁচু ভূমি। এসব বিশেষণই নজর কেড়েছে পর্যটকদের। নাগরিক কোলাহল থেকে বেরিয়ে পানির শব্দ আর প্রকৃতির নিস্তব্ধতায় যারা হারিয়ে যেতে চান তারা তাই সময় সুযোগ পেলেই চলে আসেন এখানে। কেউ কেউ আসছেন সেলফি তোলতে, পর্যটকদের মুখে মুখে ঘুরতে ঘুরতে তাই মৌলভীবাজারের কাশিমপুর পাম্প হাউজ এখন সেলফি দ্বীপ।

মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী কাউয়াদীঘি হাওর এলাকার কাশিমপুর পাম্প হাউজ রাজনগর উপজেলার কাশিমপুরে অবস্থিত। ১৯৭৫-৭৬ সালে বন্যা নিয়ন্ত্রন, নিষ্কাশন ও সেচ ব্যবস্থা  করার লক্ষ্যে এটি নির্মাণ করা হলে কৃষিখাত ও বন্যা নিয়ন্ত্রণের পাশপাশি জায়গাটি এখন গড়ে ওঠেছে পর্যটনকেন্দ্র হিসেবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাশিমপুর পাম্প হাউসে এসে কুশিয়ারা নদী এবং কাউয়াদিঘী হাওরের পানির মিতালি দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে।

কাশিমপুর পাম্প হাউসের মূল সৌন্দর্য এর ত্রিমুখী প্রাকৃতিক সৌন্দর্য। এখানে একইসাথে যেমন নদী, হাওর এবং শ্যামল প্রকৃতির স্বাদ আস্বাদন করা যায় তেমনি দেখা মিলবে হাওরপাড়ের জনজীবনও।

ঘুরতে আসা স্থানীয় যুবক রেজা রানা আইনিউজকে বলেন, এখানে অনেক ছবি তুললাম। খুবই ভালো লাগছে। চারদিকে পানি এর মধ্যে জেলেদের মাছ ধরাও দেখলাম। তবে এই স্থানটি সবচেয়ে রঙিন হয়ে ওঠে পরন্ত বিকেলে। পরন্ত সূর্যের লাল রঙটুকু নদী আর হাওরের পানিতে প্রতিফলিত হয়ে যে সৌন্দর্য এখানে আসা দর্শনার্থীদের চোখে পড়ে তাতেই বুঁদ হয়ে থাকে মন।

ঘুরতে আসা আরেক প্রবাসী বাংলাদেশী রুকেল আহমেদ বলেন, বিদেশে থাকি কিন্তু বাড়ীর পাশে এতো সুন্দর জায়গা আছে জানতাম না। এখানে বন্ধুদের সাথে এসে খুবই ভালো লাগছে। আবারও আসবো।

রাজনগরের উত্তরভাগ থেকে এসেছেন টিপু। তিনি বলেন, আমি এখানে প্রথমবার এসেছি। রাস্থার একপাশে হাওর অন্য পাশে কুশিয়ারা নদী। চমৎকার পরিবেশ।

স্থানীয়রা এই জায়গার নাম ফেলেছেন 'সেলফি দ্বীপ'। এখানে আসা প্রায় সকল দর্শনার্থী ঝুড়িঝুড়ি ছবি তোলে নিয়ে যান। তাই নাম পড়েছে 'সেলফি দ্বীপ'। যদিও স্থানীয়রা জানিয়েছেন পাম্প হাউজ কতৃপক্ষ অনেকসময় 'সেলফি দ্বীপে' যেতে দেন না। ফলে কখনো কখনো দূরে দাঁড়িয়েই এই রূপ দর্শন করতে হয়।

এবছর কোরবানির ঈদের আনন্দযাত্রায় আপনিও বেরিয়ে পড়তে পারেন কাশিমপুর পাম্প হাউজের অনিন্দ্য সুন্দর এ সেলফি দ্বীপ দেখার জন্য।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়