সিলেট প্রতিনিধি
আপডেট: ১২:৩২, ১৩ জুলাই ২০২২
পর্যটক নেই সাদা পাথরে, সিলেটে মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের
সাদা পাথর পর্যটনকেন্দ্রে ঈদুল ফিতরের তুলনায় পর্যটক ছিল পাঁচ ভাগের একভাগ
ঈদের চতুর্থ দিন আজ। সাধারণত ঈদে-চাঁন্দে সিলেট-সুনামগঞ্জের পর্যটনগুলোতে লেগে থাকে হাজারো পর্যটকদের ভিড়। কিন্তু এবছরের বন্যা পরবর্তী ঈদের ছুটিতে বলতে গেলে নির্জিব ছিলো সিলেটের পর্যটনগুলো। আশানুরূপ পর্যটক না আসায় পর্যটন ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন এমনটাই জানাচ্ছেন তারা।
মহামারি করোনার প্রভাবে গেল দুই বছর ঈদে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ছিল। এরপর কেন্দ্রগুলো থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ব্যবসায়ীরা। গেল ঈদুল ফিতরেও প্রচুর পর্যটকের আগমন ঘঠেছে সিলেট সকল কেন্দ্রগুলোতে। এর পরপরই সিলেটে হয়েছে দুই দফা ভয়াবহ বন্যা। বন্যার কারণে ঈদের আগে থেকেই স্পটগুলো ছিল পর্যটক শূন্য। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পর্যটকের সংখ্যা সীমিত।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা পর্যন্ত সাদা পাথর পর্যটনকেন্দ্রে পর্যটকের সংখ্যা ছিল সীমিত। গেল ঈদুল ফিতরের তুলনায় পর্যটক ছিল পাঁচ ভাগের একভাগ। স্পটে পর্যটক থাকলেও তারা ছিল স্থানীয়। এখানকার হোটেল-রিসোর্টের বেশির ভাগই ফাঁকা রয়েছে। বিশাল প্রস্তুতি নিয়ে রাখা পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশানুরূপ পর্যটক না আসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
যদিও ব্যবসায়ীরা দাবি করছেন, ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্রে। বন্যার পর থেকেই এখানে পর্যটক একেবারেই কমে গেছে। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক আছে। তাই যাতে পর্যটকেরা নির্বিঘ্নে ঘুরতে আসে, সেই আহ্বানও জানিয়েছেন তাঁরা।
সাদা পাথর রেস্তোরাঁ ব্যবসায়ী ফখরুল ইসলাম নোমান বলেন, এবার ঈদে তুলনামূলক পর্যটক কম। এর চেয়ে শুক্র-শনিবার পর্যটক আরও বেশি আসত। আগের মত বেচাকেনাও নেই। তবে গেল ঈদুল ফিতরে প্রচুর পর্যটকের সমাগম হয়েছিল।
সাদা পাথর ফটোগ্রাফি সোসাইটির সহসভাপতি আলমগীর হোসাইন নিলয় বলেন, সাদা পাথরে পর্যটক কম থাকায় ফটোগ্রাফাররা তেমন রোজগার করতে পারছেন না। যারাই বেড়াতে এসেছে, বেশির ভাগই ছিল স্থানীয় পর্যটক। এই নিয়ে ফটোগ্রাফাররা খুব হতাশায় আছেন।
কসমেটিক বিক্রেতা সুফি বলেন, ‘ঈদে প্রস্তুতি নিয়ে রাখছিলাম। পর্যটক একেবারেই কম আসছে। করোনা আর বন্যায় আমরা ব্যবসায়ীরা একেবারেই শেষ। আশা ছিল এবার ভালো বেচাকেনা হবে। সামনে হয়তো পর্যটক আরও বাড়তে পারে সেই আশায় আছি আমরা।
সাদা পাথর পর্যটন নৌকাঘাট ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধি তাওহীদ মিয়া জানান, ভয়াবহ বন্যায় আমাদের অনেক ক্ষতির সম্মুখীন করেছে। গেল ঈদুল ফিতরেও প্রতিদিন পঁচিশ-ত্রিশ হাজার পর্যটকের সমাগম হয়েছিল। কিন্তু এবারের ঈদুল আযহায় পর্যটক খুবই কম, যা ব্যবসায়ীদের হতাশ করেছে। আশাবাদী ধীরেধীরে পর্যটকদের আগমন ঘঠবে।
সোমবার সকালে সাদা পাথরে গিয়ে দেখা যায়, অন্যান্য বারের চাইতে এবার পর্যটক কম। সকালের দিকে পর্যটক না থাকলেও দুপুরের পর থেকে কিছু পর্যটক আসতে শুরু করে। সাদা পাথরে বিকেল পর্যন্ত কিছু পর্যটক এখানে বেড়াতে এসেছে। যারাই আসছে স্বচ্ছ শীতল পানি, পাহাড় ও পাথরের সৌন্দর্য উপভোগ করছে।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বন্যার প্রভাবে এবারের ঈদে সাদা পাথরে আশানুরূপ পর্যটক নেই। যেহেতু বন্যার পানি একেবারেই কমে গেছে, সেহেতু পর্যটক আসতে পারে। তাই কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই দিক বিবেচনা করে পুলিশ ঈদের দিন থেকেই দায়িত্ব পালন করে আসছে।
- একটি প্রাসাদ ষড়যন্ত্রে ২`শ বছরের জন্য ডুবেছিলো বাংলার স্বাধীনতার সূর্য
- মানুষের নিমর্মতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি ‘সতীদাহ মঠ’
- এক রাতেই পরিবারের ৬ সদস্যসহ ৮ খুনের সেই ঘটনা আজও রহস্যে ঘেরা
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে