হেলাল আহমেদ, আইনিউজ
আপডেট: ১৭:৪৫, ২৬ জুলাই ২০২২
ভারতের দর্শনীয় স্থান : বর্ষায় অনিন্দ্য সুন্দর কেরালা
‘নারকেলের দেশ’ ভারতের কেরালা রাজ্যের অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যের খবর জানেন না এমন ভ্রমণপ্রিয় মানুষ পাওয়া দুস্কর। প্রকৃতির বহুরূপী সৌন্দর্যের ভূমি বলা যেতে পারে কেরালাকে। ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তে মালাবার উপকূল জুড়ে গড়ে ওঠা এই রাজ্যটি ভারতের পর্যটন মানচিত্রে অন্যতম নাম। আরব সাগরের ঢেউ, সবুজ চা-বাগান, পর্বত, উচ্ছল ঝরনা, গ্রামজীবন, কফি ও মশলা বাগান, আয়ুর্বেদিক চিকিৎসা ও স্পা— এত সৌন্দর্য সমৃদ্ধ, যেন স্বর্গের দেশ কেরল। এই কেরালা এক যাত্রায় দেখা সম্ভব নয়। লোকে বলে পাঁচ থেকে সাত দিনে পুরো কেরল ঘুরে ফেলা বোকামি। কেরলের সৌন্দর্য তাড়াহুড়ো করে দেখবায় নয়।
কেরলের রাস্তাঘাট খুবই উন্নত ও পরিচ্ছন্ন। দ্রাবিড়ীয় সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ কেরল যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। তবে বর্ষায় গেলেও কিন্তু কম কিছু উপভোগ করবেন না। বৃষ্টির পরশে আরও স্নিগ্ধ ও সুন্দর হয়ে ওঠে ‘নারকেলের দেশ’। কেরল যাওয়ার ইচ্ছে থাকলে বর্ষার মরসুমেই পাড়ি দিন।
কেরালার অনেক জায়গায় প্রতিবছর বহুদেশ থেকে পর্যটকরা ঘুরতে আসেন। তারমধ্যে আপনি কোন জায়গায় ঘুরতে যেতে পারেন তা নির্ভর করে আপনার অভিযাত্রিক হিসেবে আপনার পছন্দ এবং অভিজ্ঞতার উপরে। তবে কেরল ভ্রমণে গেলে যে যে জায়গাগুলো একজন পর্যটকের অবশ্যই দেখে আসা উচিৎ তা নিয়ে লিখবো আইনিউজের আজকের প্রতিবেদনে-
ফোকলোর মিউজিয়াম
প্রথমতেই বলতে হয় ফোকলোর মিউজিয়ামের কথা। কেরলের ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে তৈরি নানা হস্তশিল্পের সম্ভারে সাজানো এই মিউজিয়ামটি দেখলে আপনি তাক লেগে যাবেন। কাঠের আসবাব, ঘর সাজানোর টুকিটাকি, অভিজাত পোশাক ও অলঙ্কার, বাদ্যযন্ত্র— সব মিলিয়ে গোটা রাজ্যটাই যেন এক ছাদের তলায় এসে হাজির হয়েছে।
কেরলের ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে তৈরি ফোকলোর মিউজিয়াম
পর্তুগীজ বণিক ভাস্কো-দ্য-গামার বাড়ি
ভাস্কো-দ্য-গামার নাম জানেন না এমন শিক্ষার্থী পাওয়া যাবে বলে মনে হয়। ভারতীয় ইতিহাসের পাঠ পড়তে গিয়ে পর্তুগীজ এই বণিকের কথা কমবেশি সকলেই আমরা জানি। কেরালা ভ্রমণে আপনি দেখে আসতে পারবেন ঐতিহাসিক বণিক ভাস্কো-দ্য-গামার বসতভিটাটিও।
কেরালার স্থানীয় এবং ডাচ স্থাপথ্যশৈলীর মিশেলে তৈরি বণিক ভাস্কো-দ্য-গামার কেরালার বসতভিটা
ভারতবর্ষে তার আগমনের সময়কাল ছিল ১৫০২ সাল। পাশেই রয়েছে ভারতের প্রাচীনতম সেন্ট ফ্রান্সিস চার্চ। ১৫২৪ সালে এই চার্চেই ভাস্কো-দ্য-গামাকে সমাধিস্থ করা হয়। তবে ১৪ বছর পর সেই কফিনটি অবশ্য তুলে নেওয়া হয় পর্তুগলে।
আথিরাপল্লি জলপ্রপাত
আথিরাপল্লি জলপ্রপাত কেরলের আরেক আকর্ষণীয় স্থান। ‘রাবণ’ ছবির কিছু অংশের শ্যুটিং হয় এখানেই। পশ্চিমঘাট পর্বতের চালাকুড়ি নদী ৮২ ফুট উপর থেকে প্রবল গতিতে ঝাঁপিয়ে পড়ছে নীচে। বর্ষায় এই জলপ্রপাত আরও বেশি সুন্দর হয়ে ওঠে।
কেরালার এই আথিরাপল্লি জলপ্রপাতে বেশ কিছু বলিউড সিনেমার গানের শ্যুটিং করা হয়েছে।
মাত্তানচেরি প্যালেস
কেরলের মাত্তানচেরি প্যালেস-ও দেখার মতোন এক স্থাপনা। একে অনেকে ‘ডাচ প্যালেস’ নামেও চেনেন। নজরকাড়া কাঠের কারুকাজ, রামায়ণ-মহাভারত ও পৌরাণিক উপাখ্যানে চিত্রিত দেওয়াল যে কারও নজর কাড়বে।
সোনালি এই বেলাভূমিতে মূলত বিদেশি পর্যটকদের আনাগোনা। কখনও কখনও দেখা মেলে ডলফিনের। সঙ্গে সমুদ্রস্নান তো রয়েছেই। চাঁদের আলো সৈকতের গায়ে আছড়ে পড়া দেখতে চাইলে সেখানে রাত্রিবাসও করতে পারেন।
একে অনেকে ‘ডাচ প্যালেস’ নামেও চেনে
- এক রাতেই পরিবারের ৬ সদস্যসহ ৮ খুনের সেই ঘটনা আজও রহস্যে ঘেরা
- আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প
- মানুষের নিমর্মতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি ‘সতীদাহ মঠ’
আইনিউজে ভ্রমণের আরও খবর জানতে এখানে ক্লিক করুন-
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা