Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

পুলক পুরকায়স্থ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৯:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২২

কাশফুলের মুগ্ধতায় প্রকৃতিপ্রেমীরা

মৌলভীবাজারের মনুর চর থেকে তোলা কাশফুলের ছবি। ছবি- হেলাল আহমেদ

মৌলভীবাজারের মনুর চর থেকে তোলা কাশফুলের ছবি। ছবি- হেলাল আহমেদ

সাদা কাশফুলগুলো উড়ছে বাতাসে। দূরে শোনা যাচ্ছে ট্রেনের হুইসেল! ট্রেন আসছে। দুর্গা আর অপু গ্রামের পথ ধরে দৌড়াচ্ছে। ওরা ট্রেন দেখবে বলে কাশফুল মাড়িয়ে পৌঁছাল ঠিকই, কিন্তু ততক্ষণে দৃষ্টি থেকে বেরিয়ে গেছে ট্রেনটি। 'পথের পাঁচালী' চলচ্চিত্রের এই দৃশ্যকাব্য কার না মনে আছে।

কিংবা রবি ঠাকুর তার শরৎ কবিতায় লিখেছিলেন 'আজি কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে!' -এমন কবিতার পংক্তিমালায় কার মন ছুয়ে না যায়? দিশেহারা হয়ে ছুটে যায় মন, কোথায় আছে এমন ধবল সাদা কাশবন?

এসেছে শরৎ। তাইতো কাশফুল ফোটে মুগ্ধতা ছড়িয়েছে প্রাণ প্রাকৃতিতে। নদীর ধার, পুকুরে পাড় কিংবা বিস্তীর্ণ বালুচরে বড্ড অবহেলায় ফোটে কাশফুল। লাগেনা কোনো যত্ন-আত্তি। তারপরও দূর থেকে কাশের বনে তাকালে মনে হয়, শরৎ এর সাদা মেঘ যেন নেমে এসেছে ধরণির বুকে। একটু বাতাস পেয়ে দলে দলে কাশফুল যখন এদিক-ওদিক মাথা নাড়ায়, তখন মুগ্ধ না হয়ে উপায় নেই।

কাশফুল অগোচরে হৃদয়ে দোলা দিয়ে যায় সব বয়সীদের মনে। ইট পাথরের যান্ত্রিক কোলাহল ছেড়ে ক্ষণিক প্রশান্তির খোঁজে আসছেন কাশফুলের সংস্পর্শে।

এমন প্রকৃতিপ্রেমীদের দেখা মেলে মৌলভীবাজার শহরের কদমহাটা, শিমুলতলা, মনুনদের পাড়, জেলা মৎস অফিসের পুকুর পাড়সহ বেশকয়েকটি স্থানে। অন্য বছরের মত এবারও সেখানে ফুটেছে কাশফুল।

স্থানীয় প্রকৃতিপ্রেমীরা এখানে আসছেন। কেউবা আনন্দে হারিয়ে যাচ্ছেন কাশবনে। কেউ তুলছেন ছবি। কেউবা হাত বুলিয়ে নিচ্ছেন কাশফুলে।

জেলা মৎস অফিসের পুকুর পাড়ে এসেছেন সদ্য বিবাহিত পিকলু দাশ। তিনি বলেন, 'শরৎ ঋতুর কথা মনে এলেই আমাদের চোখের কোণে ভেসে উঠে ফুটন্ত সাদা কাশফুল। তা স্বচক্ষে দেখতেই আসা। এখানকার পুকুরের স্বচ্ছ জলে কাশফুলের হেলেদুলে থাকার দৃশ্য অপূর্ব।'

আরেক দর্শনার্থী আব্দুর রব বলেন, ঋতু পরিক্রমায় বাংলার প্রকৃতিতে এখন শরৎকাল। রাশি রাশি কাশফুল ছড়াচ্ছে শ্বেত শুভ্র নৈসর্গিকতা। যা মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের।

কাশফুল দেখতে আসা শায়লা আক্তার বলেন, 'জায়গাটি অনেক সুন্দর। কাশফুলের মুগ্ধতায় এখানে আসা। এই কাশফুল গুলোর সঙ্গে ছবি তুললে ছবিগুলোও অনেক সুন্দর হয়। তাই এখানে আসা।'

এদিকে জমি দখল আর নদীর তীরে চাষাবাদ বেড়ে যাওয়ায় কাশবনের পরিধি কমে এসেছে। পাশাপাশি কাশবন কমে যাওয়ার পেছনে জলবায়ুর পরিবর্তনের প্রভাব রয়েছে দাবী পরিবেশ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজারের সমন্বয়ক আসম সালেহ সোহেল বলেন, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কোনো কিছুর পরিবর্তন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনই নির্দেশ করে। জ্বালানি বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য নয়, অন্তত মানুষের সৌন্দর্য প্রেমিদের মনের চাহিদার জন্য হলেও আগের মত দিগন্ত-বিস্তৃত কাশবন থাকা প্রয়োজন রয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়