নিজস্ব প্রতিবেদক
নতুন বছরে ঘুরে আসতে পারেন দেশের এই সুন্দর জায়গাগুলো
বাংলাদেশের চারটি পর্যটন কেন্দ্র।
ক্যালেণ্ডারের পাতায় শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। ২০২২ সালের বিদায়ের মধ্য দিয়ে আমাদের জীবনে প্রবেশ করেছে ২০২৩ সাল। নানা আশা আর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে সবাই। নতুন বছরের নতুন এ আনন্দের মাত্রা বাড়িয়ে নিতে ভ্রমণের তুলনা নেই। বাংলাদেশ পর্যটন সমৃদ্ধ দেশ হওয়ায় হাতের নাগালেই পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অনন্য সব জায়গা। চাইলেই ঘুরে আসা যায় বন্ধু-বান্ধব কিংবা পরিবারবর্গ নিয়ে।
আই নিউজের পাঠকদের আজকে জানাবো এমন কিছু সুন্দর সুন্দর জায়গার কথা। যেখানে এই নতুন বছরের নতুন ক্ষণে ঘুরে আসতে পারেন আপনিও।
লাল শাপলার বিল ‘ডিবির হাওর’
প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য ঘেরা সিলেট। সিলেটের উত্তর পূর্বে অবস্থিত জৈন্তাপুর উপজেলা। এই উপজেলা প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ঐতিহাসিক জৈন্তাপুর ছিল জৈন্তা রাজার আধিপত্য। সৌন্দর্য্যের লীলাভূমি মেঘালয়ের পাদদেশে ঝর্ণা বেষ্টিত ডিবির হাওর সিলেটের দর্শনীয় স্থান এর মধ্যে অন্যতম।
বিলগুলোর প্রায় ৯০০ একর ভূমিতে প্রাকৃতিকভাবে লাল শাপলার জন্ম। এটি গোলাপগঞ্জের দর্শনীয় স্থান। আমাদের জাতীয় ফুল লাল শাপলার বিল ডিবির হাওর। প্রতিদিন একান্তেই ভোরে তার নিজ নিজ সৌন্দর্য্য নিয়ে ফুটে ওঠে অপূর্ব অগণিত ফুল, তাদের সাথে দেখা করতে প্রতিদিন ভোর হওয়ায় সাথে সাথেই দলবেধে নৌকায় ভেসে বেড়ান অগণিত ভ্রমণপিয়াসু।
সাথে বাড়তি আকর্ষণ হলো হাওরের পারেই পাহাড়ের সারি। ভারতের মেঘালয়ের সেই পাহাড় যেন মনে হয় সৃষ্টির আরেক স্বর্গ। বাম পাশ দিয়ে গেলে আপনি লাল শাপলার সাথে বাড়তি সোন্দর্য হিসেবে একটি পুরনো মন্দির পাবেন। সেই সাথে খুব কাছ থেকে ভারতের মেঘালয় রাজ্যের মিতালীর হাতছানিও পাচ্ছেন। মন্দিরে নেমে আপনি হাঁটতেও পারবেন কিছুক্ষণ। আর ডান পাশ দিয়ে গেলে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনি কেবল লাল শাপলার সৌন্দর্যটাই উপভোগ করতে পারবেন।
ঘুরে আসুন ঐতিহ্যবাসী চন্ডী মুড়া মন্দির
চন্ডী মুড়া কুমিল্লা জেলা সদরে অবস্থিত দেশের অন্যতম একটি প্রত্মতাত্ত্বিক স্থাপনা। কুমিল্লা জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি চন্ডী মুড়া পাহাড়রে প্রায় ৩০০ ফুট উপরে অবস্থিত। এ মন্দিরের প্রবেশ পথে রয়েছে ১৪২টি সিঁড়ি। সিঁড়ির শেষ মাথায় মন্দিরের প্রধান প্রবেশপথ।
জানা যায়, সপ্তম শতাব্দীতে বৌদ্ধ রাজা দেব খড়গ তার স্ত্রী প্রতীভা দেবীর অনুরোধে তার স্মৃতিকে অমর করে রাখতে এখানে চন্ডী মন্দির ও এর পাশে আরও একটি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্ডী মন্দিরে স্বরসতী ও শিব মন্দিরে শিবকে স্থাপন করে দুজনের আলাদা আলাদা পূজা আর্চনা করা হত। বিভিন্ন উৎসবে এ মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়।
এছাড়াও মন্দিরের পাশেই রয়েছে বেশ কয়েকটি ভবন যেগুলো ধর্মীয় আচার ও আলোচনার কাজে ব্যবহার করা হয়। মন্দিরে উঠার সিঁড়ির পাশে রয়েছে আরও একটি মন্দির। বর্তমানে এ মন্দিরে পূজা আর্চনার পাশাপাশি অনেক পর্যটকরা ভিড় জমান এর ঐতিহাসিক ও প্রাচীন ইতিহাসের কারণে।
নদী আর সবুজে ঘেরা কাশিমপুর, দেখে আসুন ‘সেলফি দ্বীপ’
তিনদিক ঘেরা হাওরের জলে, অন্য দিকটিতে কুশিয়ারা নদীর জল- মাঝখানে সবুজ কিছু গাছ নিয়ে জেগে আছে উঁচু ভূমি। এসব বিশেষণই নজর কেড়েছে পর্যটকদের। নাগরিক কোলাহল থেকে বেরিয়ে পানির শব্দ আর প্রকৃতির নিস্তব্ধতায় যারা হারিয়ে যেতে চান তারা তাই সময় সুযোগ পেলেই চলে আসেন এখানে। কেউ কেউ আসছেন সেলফি তোলতে, পর্যটকদের মুখে মুখে ঘুরতে ঘুরতে তাই মৌলভীবাজারের কাশিমপুর পাম্প হাউজ এখন সেলফি দ্বীপ।
মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী কাউয়াদীঘি হাওর এলাকার কাশিমপুর পাম্প হাউজ রাজনগর উপজেলার কাশিমপুরে অবস্থিত। ১৯৭৫-৭৬ সালে বন্যা নিয়ন্ত্রন, নিষ্কাশন ও সেচ ব্যবস্থা করার লক্ষ্যে এটি নির্মাণ করা হলে কৃষিখাত ও বন্যা নিয়ন্ত্রণের পাশপাশি জায়গাটি এখন গড়ে ওঠেছে পর্যটনকেন্দ্র হিসেবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাশিমপুর পাম্প হাউসে এসে কুশিয়ারা নদী এবং কাউয়াদিঘী হাওরের পানির মিতালি দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে।
কাশিমপুর পাম্প হাউসের মূল সৌন্দর্য এর ত্রিমুখী প্রাকৃতিক সৌন্দর্য। এখানে একইসাথে যেমন নদী, হাওর এবং শ্যামল প্রকৃতির স্বাদ আস্বাদন করা যায় তেমনি দেখা মিলবে হাওরপাড়ের জনজীবনও।
এসব জায়গায় ভ্রমণ করলে নিঃসন্দেহে একজন ভ্রমণপিয়াসু হিসেবে আপনি আনন্দ পাবেন। ভ্রমণ শুধু টাকাই নষ্ট করে না এটি মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ।
আইনিউজ/এইচএ
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে