ইমরান আল মামুন
এক নজরে সিলেট বিভাগ
বাংলাদেশের উত্তর-পূর্বে প্রান্তে অবস্থিত সিলেট বিভাগ।আজকের এই আর্টিকেলের মাধ্যমে এক নজরে সিলেট বিভাগ সম্পর্কে জানব। অর্থাৎ সিলেট বিভাগের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য, দর্শনীয় স্থান এবং সকল কার্যাবলী সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া হচ্ছে এই আর্টিকেলের মাধ্যমে। তাহলে দেরি না করে আসুন দেখে নেই বৃহত্তর এই সিলেট সম্পর্কে।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে এবং বিভিন্ন সংস্কৃতিতে ভরপুর সিলেটের সকল জেলাগুলো। বাংলাদেশের বিভাগ গুলোর মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে সিলেট যা বাংলাদেশের বর্ডারের কোল ঘেঁষে অবস্থান করছে। যার কারণে সেই অঞ্চলগুলোর প্রকৃতি আরো বেশি সুন্দর যেগুলো বর্ডারের শেষে অবস্থিত। বিশেষ করে পাহাড় অঞ্চলের দৃশ্য ভ্রমণকারীদেরকে আরো মুগ্ধ করে তোলে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান এবং গুরুত্বপূর্ণ সব ব্যক্তিবর্গ। যারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সিলেট বিভাগ সম্পর্কে কেন জানব?
এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সিলেট বিভাগ সম্পর্কে জানার এত প্রয়োজন কেন রয়েছে? যারা সিলেটে বসবাস করে তাদের জন্য এ বিষয়টি যেন অত্যন্ত জরুরি এবং যারা বসবাস করেন না তাদের ক্ষেত্রেও জানা দরকার। বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমরা সিলেটে ভ্রমণ করে থাকি সেই সময় কোন এলাকাগুলো বেশি সুন্দর অথবা কিভাবে যেতে হয় বিভিন্ন তথ্য সম্পর্কে জানার প্রয়োজন হয়। এছাড়াও প্রয়োজন হবে বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে অথবা সাধারণ জ্ঞান জানার জন্য। এ বিভাগ নিয়ে অনেক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে। তাই সিলেট সম্পর্কে জানা দরকার।
এক নজরে সিলেট বিভাগ
সিলেটের ইতিহাস এবং ভৌগলিক অবস্থান
সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে বিশাল জায়গা জুড়ে। এর পূর্বে রয়েছে ভারতের আসাম রাজ্য, উত্তরে রয়েছে মেঘালয় রাজ্য, দক্ষিণে রয়েছে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে রয়েছে ঢাকা বিভাগ। ১৯৯৫ সালে পহেলা আগস্ট বাংলাদেশের ষষ্ঠ বিভাগ হিসেবে গঠিত হয় সিলেট। আর এই সিলেট গঠিত হয় চারটি জেলা নিয়ে। সিলেট নাম কি এসেছে শ্রীহট্ট শব্দ থেকে। কারণ পূর্বে এর নাম ছিল শ্রীহট্ট। তুর্কির সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজী এর হাত ধরেই এই নামের পরিবর্তন এসেছে। তবে তখন ছিল সিলহেট বর্তমানে যা পরিবর্তিত হয়ে সিলেট নাম হয়েছে।
সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে মধ্যাঞ্চল সমতল এবং উত্তর ও দক্ষিণে অবস্থান করছে বিশাল পাহাড়। তবে বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয় যার কারণে বন্যার সৃষ্টি হয়।
সিলেট বিভাগের আয়তন কত এবং জনসংখ্যা কত?
সিলেট বিভাগ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সিলেটের আয়তন কত এ বিষয় নিয়ে। সিলেটের আয়তন হচ্ছে ১২৫৯৫.৯৫ বর্গ কিলোমিটার। আর সিলেট বিভাগের বর্তমান জনসংখ্যা হচ্ছে ৯৫৫০৭২২ জন ( source: Banglapedia )। এই তথ্যটি সর্বশেষ আপডেট জানানো হয়েছে।
সিলেট প্রশাসন
এখন আমরা জানবো সিলেট বিভাগের প্রশাসন সম্পর্কে। প্রশাসন হচ্ছে বিভাগটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সে সম্পর্কে একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা রয়েছে সেগুলো সম্পর্কে এখন তুলে ধরবো। কারণ এক নজরে সিলেট বিভাগ সম্পর্কে জানতে হলে অবশ্যই এই শাখার সম্পর্কেও জানা প্রয়োজন।
সিলেট বিভাগে মোট কয়টি জেলা রয়েছে?
সিলেট বিভাগে রয়েছে মোট ৪টি জেলা। জেলাগুলো হচ্ছে: সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা। আর সিলেট বিভাগে রয়েছে মোট ৩৫ টি উপজেলা, মোট এমপি সংখ্যা হচ্ছে ১৯ জন। পৌরসভা ১৪ টি, ইউনিয়ন ৩২৩টি, পুরুষ মেম্বার সদস্য ২৯০৭ জন, মহিলা মেম্বার ৯৬৯ জন।
সিলেট জেলার উপজেলা কয়টি এবং কি কি?
সিলেট জেলার উপজেলা হচ্ছে মোট ১৩ টি এবং এই উপজেলাগুলো নিচে দেওয়া হল:
- সিলেট সদর
- বিশ্বনাথ
- গোপালগঞ্জ
- বিয়ানীবাজার
- জকিগঞ্জ
- কানাইঘাট
- বালাগঞ্জ
- দক্ষিণ সুরমা
- ওসমানীনগর
- জৈন্তাপুর
- গোয়াইনঘাট
- কোম্পানীগঞ্জ
- ফেঞ্চুগঞ্জ
সুনামগঞ্জের উপজেলার নামগুলো কি?
সুনামগঞ্জ জেলার মোট ১১ টি উপজেলার নাম নিচে দেওয়া হল:
- ধর্মপাশা
- সুনামগঞ্জ
- তাহেরপুর
- জামালগঞ্জ
- দিরাই
- শাল্লা
- দোয়ারাবাজার
- ছাতক
- বিশ্বম্ভরপুর
- দক্ষিণ সুনামগঞ্জ
- জগন্নাথপুর
হবিগঞ্জ জেলার সকল উপজেলার নাম
- নবীগঞ্জ
- বাহুবল
- মাধবপুর
- শায়েস্তাগঞ্জ
- চুনারঘাট
- লাখাই
- হবিগঞ্জ সদর
- বানিয়াচং
- আজমিরিগঞ্জ
মৌলভীবাজারের সকল উপজেলার নাম
- কমলগঞ্জ
- শ্রীমঙ্গল
- মৌলভীবাজার সদর
- রাজনগর
- কুলাউড়া
- বড়লেখা
- জুড়ী
সিলেটের সংস্কৃতি
এক নজরে সিলেট বিভাগ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে সিলেটের সংস্কৃতি মনমুগ্ধ করে তুলবে। কারণ এ অঞ্চলে বসবাস করে সাধারণ সমতল অঞ্চলের মানুষের পাশাপাশি পাহাড়ি অঞ্চলের জনগোষ্ঠীরা। তারা বহু পূর্বকাল থেকেই পাহাড়ে বসবাস করে আসছে। যেমন গারো, জয়ন্তিয়া, খাসিয়া, নাগা ইত্যাদি। এই সকল আদিবাসীদের খাবার, ভাষা এবং ধর্ম রীতি নীতি সম্পূর্ণ বৈচিত্র্যময়। সাধারণ মানুষের জীবনযাত্রার অবস্থা আমাদের সবারই কম বেশি জানা রয়েছে। তবে আপনি যদি পুরো সিলেট ভ্রমন করে সংস্কৃতি গুলো দেখেন তাহলে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। অধিকাংশ ভ্রমণকারী এই সংস্কৃতি দেখতে সিলেটে চলে আসে।
সিলেট বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
সিলেট জেলা
সরকারি বেসরকারি মিলে মোট হাইস্কুল রয়েছে ২৮৫ টি। দাখিল, আলিম, ফাজিল এবং কামিল মিলে মোট মাদ্রাসার সংখ্যা হচ্ছে ৬৮ টি। অন্যদিকে মোট সরকারি বেসরকারি অনার্স মাস্টার্স কলেজ রয়েছে ২৩ টি। মোট উচ্চ মাধ্যমিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে ২২ টি।
সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে সিলেটের বাসিন্দারা শিক্ষা গ্রহণের সুযোগ পায়। সরকারি বেসরকারি মোট মাধ্যমিক পর্যায় হাই স্কুল রয়েছে ১৯৩ টি। মোট মাদ্রাসার সংখ্যা হচ্ছে ৭৫ টি। আর মোট অনার্স এবং মাস্টার্স প্রতিষ্ঠান ২৬ টি। অন্যদিকে মোট উচ্চ মাধ্যমিক সরকারি বেসরকারি কলেজ হচ্ছে ১৫ টি।
মৌলভীবাজার জেলা
মোট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৪ টি, মোট মাদ্রাসার সংখ্যা হচ্ছে ৭১ টি, মোট ডিগ্রী কলেজ ১২ টি। উচ্চমাধ্যমিক বেসরকারি কলেজ হচ্ছে ৮ টি।
হবিগঞ্জ জেলা
শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে হবিগঞ্জ জেলা অফিসে নেই।এখানে রয়েছে ১৪০ টি হাই স্কুল, ৮৫টি মাদ্রাসা ,১০ টি ডিগ্রী কলেজ এবং উচ্চ মাধ্যমিক ৮টি বেসরকারি কলেজ।
সিলেটের সকল দর্শনীয় স্থান এবং নদ-নদী
প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশে ঘেরা হচ্ছে সিলেট। এখানে জালের মতো ছড়িয়ে বিছিয়ে রয়েছে অসংখ্য নদ-নদী আর রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সারা সিলেট বিভাগে চলে আসছে ৩৭ টি নদ-নদী। তারমধ্যে বিখ্যাত কিছু নদী হচ্ছে সুরমা, লোভা, কালনী ইত্যাদি।
সিলেটের সেরা দর্শনীয় স্থানগুলো হচ্ছে:
- শ্রীমঙ্গল
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- হাম হাম জলপ্রপাত
- হবিগঞ্জ জেলার মশাজানের দিঘি
- জাফলং
- লাউ ছড়া জাতীয় উদ্যান
- বিছানাকান্দি
- জলাবন
- সিলেট চা বাগান
- শ্রীমঙ্গলের সীতেশ বাবুর চিড়িয়াখানা
- মাধবকুণ্ড
- আলি আমজাদের বাড়ি
- সিলেটের হাকালুকি হাওর
- রাতারগুল জলা বন
- শাহ পরানের মাজার
- লালাখাল
- হযরত শাহজালাল মাজার
- ড্রিমল্যান্ড পার্ক
- তামাবিল
- ওসমানী স্মৃতি জাদুঘর
- ওসমানী শিশু পার্ক
- এমসি কলেজ
- মনিপুরী রাজবাড়ী
- ফেঞ্চুগঞ্জ সার কারখানা
এছাড়াও রয়েছে সিলেট জেলার আরো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। যেগুলো দেখলে আপনার মন আরো শীতল এবং মনোরম হবে। সিলেটের সকল দর্শনীয় স্থান যদি আপনি দেখতে চান তাহলে আপনার কয়েক মাস সময় লেগে যেতে পারে।
এক নজরে সিলেট বিভাগের সকল বিখ্যাত ব্যক্তির নাম
- সৈয়দ মুজতবা আলী - বিখ্যাত সাহিত্যিক
- এম এ জি ওসমানী- বাংলাদেশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
- হাসন রাজা - কবি
- গবীন্দ্র চন্দ্র দেব- দার্শনিক
- সৈয়দ মুর্তজা আলী - ইতিহাসবিদ
- শাহ আব্দুল করিম- বাউল সম্রাট
- হুমায়ুন রশিদ চৌধুরী- সাবেক স্পিকার
- শামসুল উলামা আবু নহর ওহীদ - শিক্ষাবিদ
- রাধা রমন দত্ত - বৈষ্ণব কবি
- মুরারি গুপ্ত - চৈতন্যযুগের বিখ্যাত কবি এবং চরিতসাহিত্যের প্রথম রচয়িতা
- ভূদেব চৌধুরী- সাহিত্যিক ও গবেষক।
- গুরুসদয় দত্ত - ব্রতচারী আন্দোলনের জনক।
- মহাকবি শেখ চান্দ - মধ্যযুগের বিখ্যাত কবি।
- মাহমুদ আলী - রাজনীতিবিদ ও কূটনীতিজ্ঞ।
- মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম - রাজনীতিবিদ ও কূটনীতিজ্ঞ।
- নুরুর রহমান চৌধুরী - তৎকালীন পাকিস্তানের অর্থমন্ত্রী।
- আবদুল মতিন চৌধুরী - রাজনীতিবিদ।
- যতীন্দ্রমোহন ভট্টাচার্য- সাহিত্য গবেষক।
- আফজাল চৌধুরী - কল্যাণব্রতের কবি।
- সুন্দরীমোহন দাস- ব্রিটিশ বিরোধী রাজনীতিবিদ।
- মৌলভী মোনাওর আলী - রাজনীতিবিদ।
- রাণী হামিদ - বাংলাদেশের শ্রেষ্ঠ নারী দাবাড়ু।
উপরের ব্যক্তি বর্গ ব্যতীত আরো অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেবৃহৎ সিলেট বিভাগে। আর ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে সিলেটের সকল হাসপাতাল এবং ক্লিনিকের তালিকা ফোন নাম্বার সহ। আর্টিকেলটি দেখতে নিচের অংশ দেখুন।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারলেন এক নজরে সিলেট বিভাগ সম্পর্কে। আরো অন্যান্য বিভাগ এবং জেলা সম্পর্কে সকল তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। সোর্সঃ উইকিপিডিয়া ।
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে