Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৬:৫৫, ১১ জুন ২০২৩

এক নজরে গাজীপুর জেলার তথ্য

আজকের আর্টিকেলের আলোচনার বিষয় হচ্ছে এক নজরে গাজীপুর জেলার সকল তথ্য সম্পর্কে। ‌ এই আর্টিকেলের মাধ্যমে একজন ব্যক্তি গাজীপুর জেলার প্রশাসনিক, দর্শনীয় স্থান, কিসের জন্য বিখ্যাত এ বিষয় সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পারবে। আসুন তাহলে আমরা গাজীপুরের সকল তথ্য ভান্ডার থেকে।

বাংলাদেশের মোট ৬৪ টি জেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গাজীপুর জেলা। এটি ঢাকা বিভাগের একটি জেলা এবং ঢাকা জেলার সন্নিকটে অবস্থান। গাজীপুর জেলায় শুধুমাত্র গাজীপুর স্থায়ী মানুষরাই বসবাস করে না। ‌অধিকাংশই মানুষ হচ্ছে বিভিন্ন জেলার এবং বিভিন্ন স্থানে। আর হবে না কেন এর মধ্যে রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের পোশাক কারখানা এবং অন্যান্য কোম্পানি। ‌

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান পালন করে বাংলাদেশ পোশাক রপ্তানি কারক কোম্পানিগুলো। ‌যাকে বলা হয় গার্মেন্টস সেক্টর। যত গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এলাকায় রয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে গাজীপুর। ‌এখানে কয়েক হাজারের মতো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অনেকে এই অঞ্চলকে গার্মেন্টসের নগরী বলে থাকে।‌ শুধু গার্মেন্টস নয় এতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধুনিক বিভিন্ন প্রযুক্তির ছোঁয়া এবং প্রাকৃতিক ভান্ডারে ভরপুর। যা আপনার মনকে শীতল এবং সতেজ করে তুলবে। ‌তাছাড়া রয়েছে গাজীপুর জেলায় বিখ্যাত সকল দর্শনীয় স্থান যেখান থেকে আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারবেন। যেমন সাফারি পার্ক, ভাওয়াল উদ্যান ইত্যাদি। ‌

এক নজরে গাজীপুর জেলার তথ্য

 গাজীপুর জেলার তথ্য ভান্ডার এতটাই ভরপুর যায় একটি আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণ লেখা সম্ভব হয় ‌না।‌ জনসংখ্যার দিক থেকে যেমন এগিয়ে ঠিক সকল দিক থেকেই গাজীপুর জেলা উন্নত এবং আধুনিক। ‌এই গাজীপুর সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নেই। ‌

গাজীপুর জেলার আয়তন এবং ভৌগোলিক অবস্থান 

গাজীপুর সম্পর্কে জানার প্রথমেই সবাই জানতে চায় গাজীপুর জেলার আয়তন কত? এই জেলার মোট আয়তন হচ্ছে ১৭৭০.৫৪ বর্গ কিলোমিটার। ‌যার মধ্যে নদ-নদী হচ্ছে ১৭.৫৩ বর্গ কিলোমিটার এবং বনভূমি হচ্ছে ২৭৩.৪২ বর্গ কিলোমিটার। এ থেকেও অনেকে বুঝতে পেরেছেন গাজীপুর প্রাকৃতিক সৌন্দর্যের কতটা ভরপুর এবং নদনদীর পরিমাণ।

গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই জ্বালার উত্তরে রয়েছে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলা, দক্ষিণে রয়েছে নারায়ণগঞ্জ এবং ঢাকা জেলার অংশ, পূর্বে রয়েছে কিশোরগঞ্জের কিছু অংশ এবং নরসিংদী জেলা আর পশ্চিমে রয়েছে টাঙ্গাইল এবং ঢাকা জেলা।‌

১৯৭১ সালের ১৯ মার্চের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় গাজীপুরেই।‌ এখানে সমতল অঞ্চল বেশি এবং পাশাপাশি পাহাড়ে অঞ্চল রয়েছে অনেক। এছাড়াও রয়েছে দর্শনীয় অনেক স্থান। যা সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব।

গাজীপুর জেলার জনসংখ্যা কত?

এক নজরে গাজীপুর জেলা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনাকে এর জনসংখ্যা সম্পর্কে জানতে হবে। ‌গাজীপুরের জনসংখ্যা হচ্ছে ২১ লক্ষ ৪৩ হাজার ৪১১ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১১ লক্ষ ১৮ হাজার ১৭১ জন এবং মহিলা সংখ্যা হচ্ছে ১০ লক্ষ ২৫ হাজার ২৪০ জন। প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ১১২৪ জন। 

গাজীপুর জেলার প্রশাসনিক অঞ্চল 

গাজীপুরে রয়েছে সিটি কর্পোরেশন এছাড়াও রয়েছে সাতটি থানা, ছয়টি উপজেলা ভূমি অফিস এবং তিনটি পৌরসভা। মোট ৪৪ টি ইউনিয়ন এবং ৩২ টি ভূমি অফিস। মোট মৌজার সংখ্যা হচ্ছে ৮১৪ টি এবং গ্রামের সংখ্যা ১১১৪৬টি।

গাজীপুর জেলার থানা গুলোর নাম হচ্ছে:

  • জয়দেবপুর
  • কাপাসিয়া
  • টঙ্গী
  • কালিয়াকৈর
  • শ্রীপুর
  • কালিগঞ্জ
  • সালনা
  • চৌরাস্তা
  • বোড বাজার
  • কোনাবাড়ী
  • কাশিমপুর

গাজীপুর সর্বপ্রথম গাজীপুর সদর, কালিগঞ্জ, কালিয়াকৈর এবং কাপাসিয়া এ পাঁচটি উপজেলা নিয়ে ঢাকা থেকে বিভক্ত হয়েছিল। গাজীপুর সর্বপ্রথম আত্মপ্রকাশ ১ লা মার্চ। ইতিহাসবিদরা মনে করেন মোহাম্মদ বিন তুঘলকের শাসনামলে গাজী নামে এক কুস্তগীর বসবাস করত এখানে। তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম রাখা হয়েছে। 

এক নজরে গাজীপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠান

অন্যান্য জেলার মতো গাজীপুর শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। ‌ এখানে ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত আরও রয়েছে বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটি সহ সকল ধরনের স্কুল কলেজ। অনেকেই প্রশ্ন করে থাকেন গাজীপুরের শিক্ষার হার কত? গাজীপুরের শিক্ষার হার হচ্ছে ৫৬.৪০%।

গাজীপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলো?

  • পিরুজালী আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পিরুজালী আমানিয়া ফাজিল (বি.এ) মাদ্রাসা
  • যোগীরছিট উচ্চ বিদ্যালয়
  • আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বেড়াইদের চালা, শ্রীপুর, গাজীপুর
  • আক্কেল আলী উচ্চ বিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
  • ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
  • বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়
  • পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়
  • পিরুজালী উচ্চ বিদ্যালয়
  • জামালপুর ডিগ্রী কলেজ
  • জামালপুর আরএম বিদ্যাপীঠ
  • গাজীপুর আইডিয়াল কলেজ
  • গাজীপুর সরকারি মহিলা কলেজ
  • পুবাইল ডিগ্রি কলেজ
  • গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর
  • চাপাইর উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈ
  • মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়,কালিয়াকৈর
  • দারুল ইহসান ইসলামিক ইউনিভার্সিটি
  • ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
  • কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ
  • হাবেজ উদ্দিন সরকার কলেজ
  • গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ
  • দারুসসালাম ফাজিল মাদ্রাসা
  • কাজী আজিম উদ্দীন কলেজ
  • আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজ
  • শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর
  • রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়
  • রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রাজেন্দ্রপুর
  • হাতিমারা হাই স্কুল এন্ড কলেজ
  • কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজ
  • ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • প্রফেসর এম ই এইচ আরিফ উচ্চ বিদ্যালয়
  • গাজীপুর উচ্চ বিদ্যালয় ,শ্রীপুর
  • ইমপো এ্যাঞ্জেলস্ স্কুল, চান্দনা চৌরাস্তা
  • ভাওয়াল মির্জাপুর কলেজ
  • কালিয়াকৈর বিশ্ববিদ্যালয় কলেজ, কালিয়াকৈর
  • টংগী সরকারি কলেজ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
  • বড়ই বাড়ী এ.কে.ইউ ইনষ্টিটিউশন ও কলেজ, কালিয়াকৈর
  • ঢোলসমুদ্র বালিকা বিদ্যানিকেতন, কালিয়াকৈর

এক নজরে গাজীপুর জেলার দর্শনীয় স্থান

প্রত্যেক মানুষের ইচ্ছে জাগে কোথাও না কোথাও মনোরম পরিবেশে ঘুরতে। আর আপনি যদি গাজীপুর শহরে ঘুরতে চান তাহলে আপনি সঠিক জায়গাটি নির্বাচন করেছেন। ‌এখানে শুধুমাত্র একটি দুইটি নয় প্রায় কয়েকশ জায়গা রয়েছে যেখানে আপনার পছন্দের মত জায়গাতে ঘুরতে পারবেন এবং নিজের মনকে স্বতঃস্ফূর্ত করে তুলতে পারবেন।‌ আর এ সকল জায়গাতে পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে যেকোনো সময় ঘুরে আসতে পারবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পিকনিক স্পট।

  • কপালেশ্বর রাজা শিশু পালের রাজধানী
  • একডালা দুর্গ, কাপাসিয়া
  • মীর জুলমার সেতু, টঙ্গী
  • সাকাশ্বর স্তম্ভ, কালিয়াকৈর
  • উধুর জগন্নাথদদেবের বিগ্রহ মন্দির
  • ভাওয়াল রাজবাড়ী
  • ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর
  • রথখোলা, জয়দেবপুর
  • ১৯শে মার্চ ডিজিটাল শিশু পার্ক, জয়দেবপুর
  • পূবাইল জমিদার বাড়ী, পূবাইল
  • সেন্ট নিকোলাস চার্চ, কালীগঞ্জ
  • মন পুড়া পার্ক, কাশিমপুর,গাজীপুর
  • নাগরী টেলেন্টিনুর সাধু নিকোলাসের গীর্জা
  • বড় ভূঁইয়া বাড়ী, লুটিয়ারচালা, ভবানীপুর, গাজীপুর
  • ইন্দ্রাকপুর , শ্রীপুর
  • উধুর জগন্নাথদেবের বিগ্রহ মন্দির, পূবাইল
  • বলধার জমিদার বাড়ী, বাড়ীয়া
  • টোক বাদশাহী মসজিদ, কাপাসিয়া
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট
  • পূর্বাচল
  • ষড়ঋতু ভিলেজ , ফুলবাড়িয়া,কালিয়াকৈর
  • ভাদুন
  • কানাইয়া
  • জিন্দা পার্ক
  • ওয়াদ্দাদীঘী , শ্রীপুর, গাজীপুর
  • শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর.
  • কাশিমপুর জমিদার বাড়ি
  • নাগবাড়ী, চান্দনা, চৌরাস্তা।
  • নাগরী, পাঞ্জুরা চার্চ
  • রাংগামাটিয়া, তুমিলিয়া, কালীগঞ্জ
  • বঙ্গবন্ধু সাফারি পার্ক
  • বলিয়াদী জমিদার বাড়ী, বলিয়াদী, কালিয়াকৈর.
  • ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী, জয়দেবপুর
  • শৈলাট, শ্রীপুর
  • কাশিমপুর জমিদার বাড়ী, গাজীপুর সদর
  • দত্তপাড়া জমিদার বাড়ী, টঙ্গী
  • নুহাশ পল্লী
  • জাগ্রত চৌরঙ্গী
  • ২নং গাজীপুর ইউনিয়ন ,শ্রীপুর,গাজীপুর।
  • বলিয়াদী জমিদার বাড়ী
  • সোহাগ পল্লী
  • আনন্দ পার্ক
  • ঢাকা রিসোট
  • টঙ্গী নদী বন্দর,টঙ্গী
  • দত্তপাড়া জমিদার বাড়ি
  • বলধা জমিদার বাড়ি
  • ভাওয়াল জাতীয় উদ্যান
  • আনসার একাডেমী, সফিপুর
  • রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট
  • শ্রীফলতলী জমিদার বাড়ী

গাজীপুর কেন  বিখ্যাত ?

এক নজরে গাজীপুর সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে গাজীপুর কেন বিখ্যাত সম্পর্কেও জানা দরকার। ‌গাজীপুর পিকনিক স্পট, প্রাকৃতিক সম্পদ, গার্মেন্ট শিল্প, ‌ কাঁঠাল, পেয়ারা ইত্যাদির জন্য বিখ্যাত।‌ এছাড়া আরো বিভিন্ন কারণে গাজীপুর বিখ্যাত। ‌ আর গাজীপুর জেলায় রয়েছে বিখ্যাত সকল ব্যক্তি যারা দেশের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করেছে এবং এখনো কাজ করতেছেন। ‌

 

গাজীপুরের বিখ্যাত সকল ব্যক্তিগুলো হচ্ছে:

  • মেঘনাদ সাহা
  • ফকির শাহাবুদ্দীন
  • মোঃ সামসুল হক
  • মেহের আফরোজ চুমকি
  • আনিছুর রহমান মিঞা
  • জাহিদ আহসান রাসেল
  • আ.ক.ম মোজাম্মেল হক
  • আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা
  • আবু জাফর শামসুদ্দীন
  • এম জাহিদ হাসান
  • আহসানউল্লাহ মাস্টার
  • ব্রিগেডিয়ার এএসএম হান্নান শাহ
  • তাজউদ্দিন আহমেদ 
  • তানজিম আহমেদ সোহেল তাজ
  • হাসান উদ্দিন সরকার 

উপরে আপনারা জানলেন এক নজরে গাজীপুর জেলার সকল তথ্যগুলো। ‌আরো অন্যান্য জেলার তথ্য এবং দর্শনীয় স্থানগুলো জানতে আমাদের সঙ্গে থাকুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়