ইমরান আল মামুন
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা
ঢাকা টু খুলনা ভ্রমণকারীদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন এই আর্টিকেলের মাধ্যমে আপনারা পাচ্ছেন ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা সম্পর্কে। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা অল্প সময়ের মধ্যে জানতে পারবেন Dhaka to Khulna Train schedule. তাই দ্রুত আমাদের আর্টিকেলটি পড়ে নিন এবং আপনার অগ্রিম টিকেটটি কেটে ফেলুন।
বাংলাদেশের বৃহত্তম এবং অন্যতম একটি বিভাগ হচ্ছে খুলনা বিভাগ। এই বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষ ঢাকা বিভাগে অবস্থান করে। সেটি হতে পারে বিভিন্ন কারণে যেমন লেখাপড়ার জন্য অথবা কর্মসংস্থানের ক্ষেত্রে। তবে সে যে কারণেই ঢাকায় বসবাস করেন না কেন তাকে আবার পুনরায় বাড়ি ফেরার প্রয়োজন হয়। আর এই দুই বিভাগের দূরত্ব কম নয়। অনেকে প্রশ্ন করে থাকেন ঢাকা থেকে খুলনা দূরত্ব কত কিলোমিটার? ঢাকা থেকে খুলনার বাস্তবিক দূরত্ব হচ্ছে প্রায় ২৪৫ কিলোমিটার। কিন্তু ট্রেন দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটারের অধিক। বিভিন্ন ধরনের আঁকাবাঁকা পথ পেরিয়ে গেছে দূরবর্তী সেই খুলনা বিভাগে। এই দীর্ঘ রাস্তা হলেও ট্রেন যাতায়াতে রয়েছে বেশ আরামদায়ক এবং সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা। আপনি চাইলে বাসের তুলনায় অনেক আগেই সেখানে পৌঁছাতে পারবেন। কারণ যখন আপনি ঢাকা বিভাগ থেকে বের হবেন তখনই আপনাকে বিভিন্ন জায়গায় জ্যামে পড়তে হবে। এছাড়াও বিভিন্ন জায়গায় আপনাকে অপেক্ষা করাবে। কিন্তু ট্রেনে যাতায়াত করলে জ্যামে পড়ার কোন ধরনের সম্ভাবনা নেই। শুধুমাত্র নির্দিষ্ট স্টপের চেয়ে ৫ মিনিটের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তারপর অবিরাম ভাবে ছুটে যাবে আপনার গন্তব্যের উদ্দেশ্যে।
আর যারা ফ্যামিলি নিয়ে যাবেন তাদের জন্য আদর্শ একটি বাহন হচ্ছে ট্রেন। আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটি কামড়া বুক করতে পারবেন খুব অল্প খরচে। আর যেন একবার চললে আপনার গন্তব্যে পৌঁছে খুব সহজে নামতে পারবেন এর মধ্যে কোন ধরনের ঝামেলা পাহাতে হবে না আপনাকে। আর এখন ট্রেনের টিকেট অগ্রিম কাটা যায় এবং অনলাইনের মাধ্যমেও কাটা সম্ভব যার কারণে দীর্ঘ সময় লাইন ধরে পূর্বের মতো ট্রেনের টিকেট কাটার ঝামেলা পোহাতে হবে না এখন আর।
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা | Dhaka to Khulna Train schedule
ঢাকা থেকে খুলনা যে সকল যাত্রীরা ভ্রমণ করে থাকে তার অধিকাংশ যাতায়াত করে ট্রেনের মাধ্যমে। আসছে কোরবানি ঈদ এখন অনেকেই ভ্রমণ করবেন ঢাকা থেকে খুলনা। আর প্রায় কয়েক হাজার লোক এখন এ রাস্তায় যাতায়াত করবে। এই সাধারণ রাস্তায় প্রচুর জ্যাম সৃষ্টি হবে যার কারণে অনেকে বাসে যাতায়াত করতে অনেকটা অস্বস্তি বোধ করে। যেমন দুই কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় যাত্রীদের। অন্যদিকে এই দীর্ঘ রাস্তা যদি স্বল্প সময় পাড়ি দিতে যায় অবশ্যই তাদেরকে আকাশ বাহন ব্যবহার করতে হবে। তবে সেক্ষেত্রে ভাড়া হবে সাধারন বাহনের ভাড়ার তালিকার কয়েক গুণ। যা সাধারণ যাত্রীর ক্ষেত্রে বহন করা প্রায় অসম্ভব। তবে স্বল্প খরচে এ ট্রেন যাতায়াতের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
আর ঢাকা থেকে খুলনা যে ট্রেনগুলো ছেড়ে যায় সেগুলো বেশিরভাগই আন্তঃনগর ট্রেন যার কারণে দ্রুত সময়ের ভেতরে খুলনা পৌঁছে যেতে পারে। এছাড়াও ট্রেনের ভিতরে রয়েছে খাওয়ার ব্যবস্থা সহ আরো অন্যান্য সুযোগ-সুবিধা। যাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে তারা ট্রেনের মাধ্যমে অনায়াসে ভ্রমণ করতে পারেন। ঢাকা থেকে খুলনা রেল যোগাযোগ শুধু মাত্র আজকে থেকে নয় প্রায় কয়েক দশক বছর আগে থেকেই এ যোগাযোগ ব্যবস্থা। তবে এর মধ্যে পরিবর্তন হয়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। তবে আমরা এখন বেশ কিছু ট্রেনের নাম এবং সেগুলোর ভাড়ার তালিকা সম্পর্কে জানব যার মাধ্যমে আপনি সঠিক সময়ে আপনার সঠিক ট্রেনটির মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং গন্তব্যে পৌঁছাতে পারবেন।
আন্তঃনগর ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা
দীর্ঘ পথ থাকার কারণে এখানে শুধুমাত্র বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। যেগুলো শুধুমাত্র খুলনা যাতায়াতকারী যাত্রীদের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। তবে যারা এই রুটে চলাচল করেন তাদের জন্য এটি ব্যবহার উপযোগী। কারণ এটি নির্দিষ্ট স্টেশনগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য বিরতি না। তাহলে আপনি ওই স্টেশন পর্যন্ত যেতে পারবেন যেখানে এটি বিরতি নিবে। আসুন ট্রেনগুলোর নাম এবং সময়সূচী দেখে নেই।
সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ )
প্রতি সপ্তাহের বুধবারের সুন্দরবন এক্সপ্রেসটি চলাচল করায় বন্ধ থাকে। যারা সকালে ভ্রমণ করতে ইচ্ছুক তারা যাতায়াত করতে পারেন। কারণ সকাল ৮ টা ১৫ মিনিটে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং খুলনা গিয়ে পৌঁছায় বিকাল ৫ঃ৪০ মিনিটে।
চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )
চিত্রা এক্সপ্রেসটির সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে সোমবার। সপ্তাহের বাকি দিনগুলো নিয়মিত সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর খুলনায় গিয়ে পৌঁছায় ভোর ৩ টা ৪০ মিনিটে। বিশেষ করে রাতে যারা অফিস শেষ করে খুলনায় পরের দিন বাসায় ফিরতে চান তাদের জন্য এই ট্রেনটি বেশ ব্যবহার উপযোগী।
ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়ার তালিকা
একই ট্রেনের এবং একই দূরত্বের ভাড়া ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ৩৯০ টাকা থেকে শুরু করে ১৬০০ টাকা পর্যন্ত এর ভাড়া রয়েছে। ভাড়ার তালিকা মূলত তৈরি করা হয়েছে আসন ক্যাটাগরির উপর। আসুন দেখি নাই কোন সিটের ভাড়া কত টাকা।
শোভন চেয়ার | ৪৬৫ টাকা |
শোভন | ৩৯০ টাকা |
প্রথম আসন | ৬২০ টাকা |
স্নিগ্ধা | ৮৯১ টাকা |
এসি বার্থ | ১৫৯৯ টাকা |
এসি | ১০৭০ টাকা |
প্রথম বার্থ | ৯৩০ টাকা |
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারলেন ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা। আরো অন্যান্য জেলা ট্রেনের সময়সূচি দেখতে আমাদের ভ্রমণ ক্যাটাগরি দেখুন।
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা