Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:১৪, ২১ জুন ২০২৩
আপডেট: ১২:১৭, ২১ জুন ২০২৩

ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা

এখন আপনাদের সামনে তুলে ধরার হচ্ছ্র ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা সম্পর্কে। আজকের এই আর্টিকেলটি পড়লে একজন পাঠক Dhaka to Rangpur train schedule 2023 সম্পর্কে জানতে পারবে এবং তার ভ্রমণকে আরো সুন্দরভাবে উপভোগ করার সুযোগ পাবেন।

বাংলাদেশের বৃহত্তম একটি বিভাগ হচ্ছে রংপুর যা বাংলাদেশের এক প্রান্তে অবস্থিত। সেখানকার প্রচুর লোক ঢাকা বিভাগে অবস্থান করে অর্থাৎ ঢাকার অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে। ঢাকা হচ্ছে বাংলাদেশের একটি মধ্যবর্তী স্থান তাই একে করা হয়েছে বাংলাদেশের রাজধানী। বিভিন্ন কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষগুলো এই শহরে বসবাস করে। তবে রংপুর শহরের প্রচুর লোক বসবাস করে এই ঢাকা শহরে।

কেউ শিক্ষার কারণে আবার বা কেউ কর্মসংস্থানের খোঁজে। যাই হোক রংপুরে অন্যান্য অঞ্চলের মানুষগুলো বেশ ভ্রমণ করে থাকে। কেননা এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং দর্শনীয় সকল স্থান। রংপুর সৌন্দর্য আপনাকে মনমুগ্ধকর করে তুলবে। এই অঞ্চলের সৌন্দর্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। সে আর্টিকেলটি নিচে থেকে দেখে নিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোক এই রংপুরে ভ্রমণ করে থাকে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য।

এই রংপুর ভ্রমণ করার জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে। যেমন আকাশ বাহন, ‌ সড়ক পরিবহন আবার রেল যোগাযোগ। তবে যেগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে যাত্রীদের কাছে প্রিয় হচ্ছে বাংলাদেশ রেল যোগাযোগ পদ্ধতি।

ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা | Rangpur train schedule 2023

যারা রংপুরে ভ্রমণ করে তারা বেশিরভাগ মানুষই গুগলে সার্চ করে থাকেন উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচী সম্পর্কে। কারণ উত্তরবঙ্গের বৃহৎ একটি অংশ হচ্ছে এই রংপুর বিভাগ। এ অঞ্চলে মানুষ বেশি যাতায়াত করে থাকে ট্রেনের মাধ্যমে। কারণ স্বল্প খরচে আরামদায়কভাবে ভমন করতে পারে এখানে যাত্রীরা। যদি একজন যাত্রী বিমানে বহন করতে চান তাহলে তার খরচ পড়বে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। আর যদি সে ব্যক্তি বাসে ভ্রমণ করে তাহলে তাকে পড়তে হবে বেশ কয়েকটি জায়গা জ্যামে।‌ এ বাস ভ্রমণ বর্তমান সময়ে একটি বিরাট ভোগান্তি। বর্তমানে দেশের আবহাওয়া তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে বাসে ভ্রমণ করতে অনেকে ভোগান্তি পড়বে।

আর সামনে ঈদুল আযহা অনেকে এখন অগ্রিম টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে প্রবেশ করছে। কিভাবে ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন সে বিষয়ক আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। নিচে থেকে সে আর্টিকেলটি দেখে নিতে পারেন।

অনলাইনে অগ্রিম ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২৩ |  e railway gov bd

এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা যা সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২৩ সালের জুন মাসে। আসুন দেখে নেই সময়সূচি তালিকায় কোন কোন ট্রেন রয়েছে।

রংপুর এক্সপ্রেস (৭৭২)

ঢাকা টু রংপুরগামী যে সকল ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম একটি ট্রেন হচ্ছে রংপুর এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন সকাল ৯ টা ১০ মিনিটে রংপুরে উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রংপুর পৌছায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। তবে এই ট্রেনটির সাপ্তাহিক হচ্ছে সোমবার। এই দিন ব্যতীত সপ্তাহের যেকোনো দিন আপনি এর মাধ্যমে চলাচল করতে পারবেন।

কুড়িগ্রাম এক্সপ্রেস ( ৭৯৭ )

এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি হচ্ছে বুধবার। বুধবার ব্যতীত সপ্তাহের যে কোনদিন ট্রেনটি রাত ৮টা ৪৫ মিনিটে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং রংপুর পৌঁছায় ভোর ৪:৫৫ মিনিটে। বিশেষ করে যে সকল যাত্রী রাতে ভ্রমন করতে পছন্দ করে তাদের জন্য এ ট্রেনটি আদর্শ। আর বিশেষ করে যারা অফিস শেষ করে বাসায় ফিরতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এ ট্রেনটি অন্তত ব্যবহার উপযোগী।

উপরের এই ট্রেন দুটি হচ্ছে আন্তঃনগর ট্রেন যার মাধ্যমে খুব সহজে একজন ব্যক্তি ঢাকা থেকে রংপুর ভ্রমণ করতে পারবে। আসুন সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলো নিচে থেকে দেখে নেই।

ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

উপরে আমরা যে দুটি ট্রেন সম্পর্কে জানলাম এখন আমরা এ দুটি ট্রেনের ভাড়া সম্পর্কে জানব। আপনি একই দূরত্বে এবং একই ট্রেনে যদি ভ্রমণ করেন তারপরও দেখবেন ভাড়ার বেশ কিছু পার্থক্য রয়েছে। ‌আর এই ভাড়ার পার্থক্য হয়ে থাকে বেশ কয়েকটি কারণে। যেমন শোভন চেয়ার টিকিটের মূল্য একটি আবার স্নিগ্ধা টিকিটের মূল্য অন্যটি। আসুন দেখে নেই কোন সিটের কোন ভাড়া সে বিষয়গুলো।

শোভন  ৩০০ টাকা
শোভন চেয়ার ৫১০ টাকা
স্নিগ্ধা এসি চেয়ার  ৯৭০ টাকা
এসি কেবিন সিট ১১৬৫ টাকা
সি কেবিন বাথ  ১৬২৫ টাকা

আমাদের আর্টিকেলটির মাধ্যমে ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে পারলাম। আরো অন্যান্য সকল জেলার ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে আমাদের আই-নিউজের ভ্রমণ ক্যাটাগরি দেখুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়