ইমরান আল মামুন
অনলাইন বাস টিকেট কাটার নিয়ম ২০২৩
আজকের প্রতিবেদনে রয়েছে অনলাইন বাস টিকেট কেনার নিয়ম ( BD bus ticket buy ) সম্পর্কে। অর্থাৎ আজকের আর্টিকেলটি পড়লে একজন ব্যক্তি যে কোনো সময় ঘরে বসেই অনলাইন থেকে বাসের টিকেট কিনতে পারবেন। তাই ঐসব যাত্রীদের জন্য আমাদের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের জনসংখ্যা দিক থেকে অনেক বেশি আয়তনের তুলনায়। প্রতিনিয়ত মানুষ কর্মসংস্থান বা বিভিন্ন প্রয়োজনের চাহিদা মেটাতে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে থাকে। কেউ স্বল্প দূরত্বের ভ্রমণ করে আবার কেউবা বহু দূরত্বে ভ্রমণ করে। তবে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। যেমন: নৌপথ, আকাশ পথ, সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ ইত্যাদি। তবে মানুষ সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকে সড়ক পথের বাস ব্যবহার করে। এটি তাই প্রত্যেকটি গন্তব্য স্থানে থেমে যায় এবং সহজে ওঠা নামা করা যায়। দেখা গেছে একটি ব্যস্তময় সড়কের প্রতি মিনিটে ৩০টির অধিক গাড়ি চলাচল করে।
যাত্রীদের জন্য এ বাহন ব্যবহার করা অত্যন্ত সুবিধার জন্য। তবে বর্তমানে জনসংখ্যার তুলনায় বাস খুব অল্প সংখ্যক। আবার এই বাস অনেকটা জ্যামের সৃষ্টি করে থাকে। সেটি আরেক ভোগান্তি। বেশিরভাগ জ্যামের সৃষ্টি হয় এ পাবলিক বাসের কারণে। যাই হোক এই বাস ব্যবস্থা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে।
অনলাইন বাস টিকেট কাটার নিয়ম ২০২৩ | BD bus ticket buy
পূর্বে যারা বাসে দীর্ঘ পথ অতিক্রম করত তাদের বাস স্টেশন গিয়ে টিকিট কিনতে হতো। বিশেষ করে ঈদের সময় এটি ছিল আরো একটি ভয়ংকর অবস্থা। প্রায় তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করার পরও কাঙ্খিত গন্তব্যের কোনো বাস পাওয়া যেত না। সময় এবং অর্থ উভয়ের অপচয় ঘটতো। আসছে ঈদুল আযহা এখন প্রচুর লোক এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করবে। তারা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে বাস বাহন।
বিমানে ভ্রমণ করলে তুলনামূলকভাবে অনেক বেশি খরচ হয়ে থাকে আবার ট্রেনে ভ্রমণ করতে গিয়ে অনেকে নামা ওঠার সমস্যায় পড়ে থাকেন। বিশেষ করে যারা শিশু বাচ্চা অথবা বয়স্ক লোক নিয়ে ভ্রমণ করে তাদের জন্য এটি বড় ধরনের সমস্যা। তবে সব দিক থেকে সুবিধাজনক হচ্ছে বাস ভ্রমণ। তাই বেশিরভাগ মানুষ এখন এই যানবাহনটি ব্যবহার করে থাকে। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ঘরে বসে শুধু একটি স্মার্টফোনের সাহায্যে কিভাবে অগ্রিম বাসের টিকেট কিনবেন সে বিষয় সম্পর্কে। আসুন তাহলে এখন বিস্তারিত তথ্য জেনে নেই।
অগ্রিম অনলাইন টিকেট বাস টিকেট কেনার নিয়ম
প্রথম ধাপ
অনলাইন থেকে বাসের টিকেট কেনার জন্য অবশ্যই আপনাকে একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার ডিভাইস থাকতে হবে। ইন্টারনেট সংযুক্ত রাখতে হবে ডিভাইসটিতে। এরপর একটি ব্রাউজার খুলুন।
দ্বিতীয় ধাপ
ব্রাউজার ওপেন করার পর এখন আপনাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই Bus Bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি খুব সহজেই বাসের টিকেট ক্রয় করতে পারবেন। মূলত এই ওয়েবসাইট হচ্ছে শুধুমাত্র বাসের টিকেট কেনার জন্য। ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর Buy Ticket নামের একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি কোথা থেকে যাত্রা শুরু করতে চাচ্ছেন এবং আপনার গন্তব্য নির্বাচন করুন। একই সঙ্গে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কত ভ্রমন করতে চাচ্ছেন এবং কি ধরনের ভ্রমণ সেটি।
তৃতীয় ধাপ
উপরের তথ্যগুলো সঠিকভাবে ইনপুট করার পর সার্চ অপশনে প্রবেশ করতে হবে। সার্চ অপশনে প্রবেশ করার পর সেখানে আপনার কাঙ্খিত গন্তব্যের সকল বাসের তালিকা দেখতে পারবেন। সঙ্গে দেখতে পারবেন কোন বাস কখন ছেড়ে যাবে তা। আরো দেখতে পারবেন প্রতিটি টিকিটের মূল্য কত। তবে এখানে কখনো অতিরিক্ত ভাড়া নেয়া হয় না।
চতুর্থ ধাপ
আপনার কাঙ্খিত বাসটি সিলেক্ট করে এরপর পরবর্তী ধাপে প্রবেশ করুন। পরবর্তী ধাপে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেমন নাম, মোবাইল নাম্বার, ইমেইল ইত্যাদি। এই সকল তথ্য ইনপুট করার পর আপনাকে আবার পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে। অনলাইন বাস টিকেট কাটার নিয়ম এর গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে এই পরবর্তী ধাপ ( পেমেন্ট অপশন )
পঞ্চম ধাপ
পঞ্চম ধাপে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। আর এই টিকিটের মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। যেমন বিকাশ, রকেট, নগদ, ডাচ বাংলা ইত্যাদি। এজন্য আপনাকে পেমেন্ট অপশন যেমন বিকাশ নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে গেলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি দেখাবে আর আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করতে হবে। অটোমেটিক ভাবে আপনার টিকেটটি ক্রয় হয়ে যাবে এবং পরবর্তী সময়ে তার প্রিন্ট আউট করে নিবেন।
যাত্রীদেরকে অবশ্যই এই প্রিন্ট আউট কপি অথবা অনলাইন কপিটি সংরক্ষণ করে রাখতে হবে। যখন তিনি বাসে ভ্রমণ করবেন তখন তার এই ডকুমেন্টের প্রয়োজন হবে। যা দেখে বাস কর্তৃপক্ষ জানতে পারবে আপনি পূর্বেই টিকেটটি ক্রয় করেছিলেন এবং ভ্রমণের অনুমতি পেয়েছেন।
এই ওয়েবসাইট থেকে যেখানকার বাস গুলো টিকিট পাচ্ছেন সেগুলো দেওয়া হচ্ছে
-
ঢাকা টু রাজশাহী বাসের টিকেট
-
ঢাকা টু খুলনা বাসের টিকেট
-
ঢাকা টু চট্টগ্রাম বাসের টিকেট
-
ঢাকা টু বরিশাল বাসের টিকেট
-
ঢাকা টু ময়মনসিংহ বাসের টিকেট
-
ঢাকা টু যশোর বাসের টিকেট
-
ঢাকা টু সিলেট বাসের টিকেট
-
ঢাকা টু পাবনা বাসের টিকেট
বর্তমানে এই সকল গন্তব্যের টিকেট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে যারা ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে ইচ্ছুক তারা আমাদের অন্য আর্টিকেলটি দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলার ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা। আর্টিকেলটি দেখতে নিচের অংশ থেকে দেখে নিতে পারেন।
তবে বাসের ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। টিকিট কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি কোন সিট নিচ্ছেন সে বিষয়টি। এমন অনেকে বাম সাইডে বসতে পছন্দ করে অথবা সামনে বসতে পছন্দ করে থাকে। যখন আপনি বাসের টিকেট ক্রয় করবেন তখন এ বিষয়টি আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। কারণ যখন টিকেট ক্রয় করা হয় তখন এর মধ্যে খালি সিটগুলো দেখানো হয় সেটি নির্বাচন করেই আপনাকে কিনতে হবে।
ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য পেতে এবং যানবাহনের সকল আপডেট পেতে আমাদের আই নিউজের সঙ্গে থাকুন। আমাদের ওয়েবসাইটে সকল ধরনের যানবাহনের সময়সূচি এবং ভাড়াতালিকা দেওয়া রয়েছে। যা দেখে আপনি নায্য ভাড়ার মাধ্যমে ভ্রমণ করতে পারবেন।
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা