ইমরান আল মামুন
আপডেট: ১৭:৩১, ৮ জুলাই ২০২৩
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
আজকের আর্টিকেলে রয়েছে চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ( Chittagong to Dhaka train schedule ) সম্পর্কে। ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী সম্পর্কে। অর্থাৎ ট্রেন সংক্রান্ত যাবতীয় সকল তথ্যগুলো জানতে আমাদের ওয়েবসাইটের ভ্রমণ ক্যাটাগরি দেখুন।
মানুষ প্রতিনিয়ত ঢাকা থেকে চট্টগ্রামে ভ্রমণ করে আবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসে। সেটি হতে পারে অবসর সময় কাটাতে অথবা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সকল কাজে। যেটাই হোক তাকে যাতায়াতের জন্য গ্রহণ করতে হবে যে কোন একটি মাধ্যম। যেমন বাস পরিবহন, নৌ যোগাযোগ ব্যবস্থা, আকাশ পথ অথবা রেল যোগাযোগ।
উপরের বেশ কয়েকটি পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে রেল যোগাযোগ পদ্ধতি। কারণ এর মাধ্যমে কম খরচে আরামদায়কভাবে যেকোনো জায়গায় ভ্রমণ করা যায়। বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী অথবা দ্রুত ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য এই বাহনটি অত্যন্ত উপযুক্ত। এতটাই জনপ্রিয় যে এর টিকেট সবসময় পাওয়া যায় না। তাহলে বুঝতে পেরেছেন যোগাযোগ আমাদের দেশে কতটা জনপ্রিয়।
চট্টগ্রাম থেকে ঢাকার রেল দূরত্ব হচ্ছে প্রায় ৩৫০ কিলোমিটারের অধিক। দীর্ঘ পথ অতিক্রম করতে ট্রেনের মাধ্যমে লেগে যায় মাত্র বেশ কয়েক ঘন্টা সময়। জ্যামে পড়ার কোন সম্ভাবনা নেই, আর নেই কোন ধরনের ভোগান্তির কারণ। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে ভ্রমন করে তাদের জন্য এটি একটি আদর্শ বাহন।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা | Chittagong to Dhaka train schedule
ট্রেন সব সময় নির্দিষ্ট সময়ে তার স্টেশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যায়। অনেকেই উদাহরণস্বরূপ বলে সময়ের মূল্য দিতে শিখো নইলে তোমার গন্তব্যের ট্রেনটি মিস করে ফেলবে। অর্থাৎ সব সময় তার নির্দিষ্ট সময়ে যাতায়াত করে। চলাচলের সময় নির্দিষ্ট স্টেশন গুলোতে নির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়ে থাকে। তবে সব ট্রেন সব স্টেশনে থেমে যায় না। কিছু কিছু জায়গায় সেগুলো বিরতি নেয়।
তাই যাতায়াতের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে ট্রেনের সময়সূচি সম্পর্কে। আর হ্যাঁ বর্তমানে এখন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকেট ক্রয় করার প্রয়োজন নেই। বাসায় বসে আপনি ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন এবং স্টেশনে গিয়ে সরাসরি ট্রেনে উঠে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন। অনলাইন থেকে ট্রেনের টিকেট কিনবেন সে সংক্রান্ত আমার আমাদের ওয়েবসাইটে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আর্টিকেলটি নিচে থেকে দেখে নিবেন।
চট্টগ্রাম থেকে ঢাকা বেশ কয়েকটি ট্রেন সার্ভিস রয়েছে। তার মধ্যে আন্তঃনগর ট্রেন সাধারণ জনগণের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা আজকে এই আন্তঃনগর ট্রেন সম্পর্কে আপনাদের সামনে পরিপূর্ণ তথ্য দিব। অর্থাৎ সেন কখন ছাড়বে এবং আপনার গন্তব্যে কখন পৌঁছাবে এ সকল নিয়ে সকল তথ্য। আসুন তাহলে আর দেরি নয় এখন নিচে থেকে তা দেখে নেই।
আন্তঃনগর চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী
মহানগর এক্সপ্রেস ( ৭২১ )
মহানগর এক্সপ্রেস ট্রেনটি ১৯৮৫ সাল থেকে চলাচল করছে। প্রতিনিয়ত চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার রাজধানীতে এর ভ্রমণ। প্রতিদিন চট্টগ্রাম থেকে দুপুর ১২ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে। এর সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবারে। অর্থাৎ রবিবার ব্যতীত সপ্তাহের ৬ দিন এটি নিয়মিত যাতায়াত করে থাকে।
সুবর্ণ এক্সপ্রেস (৭০১)
সুপর্ণা এক্সপ্রেস ট্রেনটি প্রায় দীর্ঘ সময় যাবত বাংলাদেশে বিরতিহীন ভাবে সাধারণ জনগণকে সার্ভিস দিয়ে আসছে। বাংলাদেশের প্রথম বিরতিহীন ট্রেন হচ্ছে এটি। চট্টগ্রাম টু ঢাকা অথবা ঢাকা টু চট্টগ্রাম এই দীর্ঘ পথে মাত্র একটি স্টেশনের বিরতি নেয়। তাছাড়া অবিরাম ছুটে চলে তার গন্তব্যে। চট্টগ্রাম থেকে সকাল ৭ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আর ঢাকায় পৌঁছায় দুপুর ১২টা ২০ মিনিটে। তবে এর সাপ্তাহিক ছুটি হচ্ছে সোমবার।
মহানগর গোধূলি ৭০৩
এই রুটে চলাচলকারী তাহলে এর মধ্যে সবচেয়ে বিলাসবহুল তা মনে হচ্ছে এটি। ১৯৮৬ সাল থেকে এটি তার সার্ভিস দিয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর কোন সাপ্তাহিক ছুটি নেই। প্রতিদিন চট্টগ্রাম থেকে বিকাল ৩ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আর তার গন্তব্য পৌঁছায় রাত ৯ টা ২৫ মিনিটে।
সোনার বাংলা এক্সপ্রেস ( ৭৮৭ )
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী তালিকা আরেকটি বিরতিহীন ট্রেন রয়েছে সেটি হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস। এইচ এন টি নতুন উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় হচ্ছে ২৫ জুন ২০১৬। সাপ্তাহিক ছুটি হচ্ছে মঙ্গলবার। প্রতিদিন বিকেল ৫ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঢাকায় গিয়ে পৌঁছায় রাত ১০ টা ১০ মিনিটে।
তূর্ণা এক্সপ্রেস ( ৭৪১ )
প্রতিনিয়ত চট্টগ্রাম টু ঢাকা রুটে যাতায়াত করে থাকে। এর সাপ্তাহিক কোন ছুটি নেই। প্রতিদিন রাত ১১ টায় চট্টগ্রাম যাত্রা শুরু করে এবং ঢাকায় পৌঁছায় ভোর ৫ টায়। যারা রাতে ভ্রমন করতে পছন্দ করেন তাদের জন্য এটি আদর্শ।
ভাড়ার তালিকা
কমিউটার | ১৪৫ টাকা |
সুলভ | ১৭৫ টাকা |
শোভন | ২৮৫ টাকা |
এসি কেবিন | ১১৭৯ টাকা |
এসি সিট | ৭৮৮ টাকা |
শোভন চেয়ার | ৩৪৫ টাকা |
স্নিগ্ধা | ৬৫৬ টাকা |
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারলেন চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা সম্পর্কে। অন্যান্য জেলার ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা সম্পর্কে জানতে আমাদের ভ্রমণ ক্যাটাগরি দেখুন।
এক নজরে মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে