ইমরান আল মামুন
আপডেট: ১৯:২৫, ১৩ জুলাই ২০২৩
এক নজরে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম দর্শনীয় স্থান
আজকের এই আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে এক নজরে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম দর্শনীয় স্থান সম্পর্কে। অর্থাৎ আজকের এই আর্টিকেলটি পড়লে আপনারা চট্টগ্রাম প্রতিদিন সম্পর্কে সকল ধারণা পেয়ে যাবেন। তাহলে আসুন জেনে নেই এই বৃহত্তর জেলা সম্পর্কে।
বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে চট্টগ্রাম। কেন অন্যতম বলা হয়েছে তার প্রধান কারণ হচ্ছে এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে নয় প্রাকৃতিক সম্পদের দিক থেকেও অনেকটা এগিয়ে রয়েছে। প্রতিবছর এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য লক্ষাধিক মানুষ ভ্রমণ করে থাকে। আর ভ্রমণের জন্য তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে। আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী সম্পর্কে।
যে সকল যাত্রীরা ট্রেনে ভ্রমন করতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই আর্টিকেলটি পড়ে নিবেন। একই সঙ্গে সেখানে দেওয়া রয়েছে কোন সিটের জন্য কত ভাড়া শেষ হবে। আর কিভাবে বাসায় বসে অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করতে হয় সে সম্পর্ক দেখতে পারবেন আমাদের তথ্যপ্রযুক্তি ক্যাটাগরিতে।
আজকের এই আর্টিকেলে আমরা জানবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের দর্শনীয় স্থান, চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত এ বিষয়গুলো নিয়ে। অর্থাৎ যাবতীয় সকল তথ্য পাচ্ছেন আমাদের এই প্রতিবেদনে।
এক নজরে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম দর্শনীয় স্থান
চট্টগ্রাম ইতিহাস
১৬৬৬ সালে সর্বপ্রথম চট্টগ্রাম জেলা হিসেবে গঠিত হয়। অর্থাৎ আজ থেকে প্রায় ৪০০ বছর পূর্ব থেকে চট্টগ্রাম জেলা একটি বৃহত্তর জেলা হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করেছে। ১৮০৭ সালে পার্বত্য অঞ্চল নিয়ে পুনরায় এটি বৃহত্তর জেলা হিসেবে গঠিত হয়। কিন্তু পরবর্তীকালে আবার এই জেলা ভেঙ্গে কক্সবাজারকে আলাদা জেলা হিসেবে গ্রহণ করা হয়।
চট্টগ্রাম জেলার ভৌগলিক অবস্থান
এই জেলা বাংলাদেশের রাজধানী ঢাকা হতে প্রায় ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যার দক্ষিণে রয়েছে কক্সবাজার জেলা, পূর্বে অবস্থান করছে বান্দরবন জেলা, রাঙ্গামাটি জেলা ও খাগড়াছড়ি জেলা, উত্তরে ফেনী জেলা এবং ভারতের কিছু অংশ। এছাড়া পশ্চিমে অবস্থান করছে বঙ্গোপসাগর এবং নোয়াখালী।
চট্টগ্রাম জেলার জনসংখ্যা কত?
আমরা এক নজরে চট্টগ্রাম জেলা সম্পর্কে যদি জানতে চাই তাহলে সবার প্রথমে আসে এ জায়গাটির জনসংখ্যা সম্পর্কে। ২০২২ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা হচ্ছে ৯১ লক্ষ ৬৩ হাজার ৭৬০ জন। এর মধ্যে পুরুষ সংখ্যা হচ্ছে ৪৫ লক্ষ ৬৬ হাজার ৩৯ জন এবং মহিলা সংখ্যা হচ্ছে ৪৫ লক্ষ ৯৭ হাজার ৭৬ জন।
চট্টগ্রাম জেলার আয়তন কত?
চট্টগ্রাম জেলা অন্যান্য জেলার তুলনায় আয়তনের দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। জেলাটির মোট আয়তন হচ্ছে ৫২৮২ কিলোমিটার। আয়তনের দিক হতে এই জেলাটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি জেলা। এজন্যই চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান অনেক বেশি।
চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস
১৯৭১ সালে আমরা দেশ স্বাধীন করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম জেলা নিয়ে বেশ কয়েকটি ঘটনা রয়েছে। তার মধ্যে একটি রয়েছে ১৯৭১ সালের ২৬ শে মার্চ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তখন বঙ্গবন্ধুর পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর এই ঘোষণার কেন্দ্র ছিল চট্টগ্রামের কালুরঘাট অঞ্চল থেকে। এই অঞ্চলে ছিল বাংলা বেতার কেন্দ্র। পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনীরা এ অঞ্চলে পরপর অনেক আক্রমণ করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহিনীর তাদেরকে পরাজিত করেছিল কিন্তু আমাদের অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। এজন্য বেশ কয়েকটি স্মৃতি চিহ্ন তৈরি করা হয়েছে। সেগুলো হচ্ছে:
- গণকবর: ৯ টা
- বধ্যভূমি: ১৩ টি
- স্মৃতিস্তম্ভ: ৯ টা
চট্টগ্রাম প্রশাসনিক এলাকা সমূহ
আসুন এখন আমরা দেখে নেই এক নজরে চট্টগ্রাম জেলার প্রশাসনিক এলাকার সময় সম্পর্কে। এটি বাংলাদেশের বৃহত্তম একটি জেলা তাই এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক এলাকার বিভক্ত। অর্থাৎ একেক এলাকায় একেক ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনা করে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করা হয়।
- ওয়ার্ড ৪১ টি
- সিটি কর্পোরেশন ১ টি
- উপজেলা ১৫ টি
- থানা ৩৩ টি
- পৌরসভা: ১৫ টি
- ইউনিয়ন ১৯০ টি
- মৌজা ৮৯০টি
- গ্রাম ১২৬৭ টি
- সংসদীয় আসন ১৬ টি
এই সকল প্রতিটি অঞ্চলে রয়েছে চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থানগুলো। যেখানে যাবেন সেখানেই চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবে একজন পর্যটক।
চট্টগ্রাম জেলার শিক্ষাপ্রতিষ্ঠান
চট্টগ্রাম জেলায় চারদিকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তবে এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।
- বিশ্ববিদ্যালয় : ১৩টি
- কলেজ : ১১৯টি
- সরকারি : ৫টি
- বেসরকারি : ৮টি
- পাবলিক : ৩টি
- মেডিকেল কলেজ : ৩টি
- আইন কলেজ : ৩টি
- মাদ্রাসা : ২৯৯টি
- কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান : ১০টি
- মাধ্যমিক বিদ্যালয় : ৭১৯টি
- সরকারি : ৫৮টি
- বেসরকারি : ৬৩২টি
- সরকারি (মাস্টার্স) : ৫টি
- সরকারি (ডিগ্রী/অনার্স) : ২০টি
- বেসরকারি (ডিগ্রী/অনার্স) : ৮২টি
- সরকারি (উচ্চ মাধ্যমিক) : ১টি
- বেসরকারি (উচ্চ মাধ্যমিক) : ২৬টি
- স্কুল এন্ড কলেজ : ২৯টি
- শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র : ২টি
- মেরিন একাডেমী : ১টি
- মিলিটারী একাডেমী : ১টি
- নেভাল একাডেমী : ১টি
- মেরিন ফিসারীজ একাডেমী : ১টি
- পাবলিক লাইব্রেরী : ৮টি
- পরীক্ষণ : ২টি
- অন্যান্য (কিন্ডারগার্টেন সহ) : ৮৪২টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ৩২টি
- প্রাথমিক বিদ্যালয় : ২৯৯৭টি
- সরকারি : ১৬৩৪টি
- বেসরকারি : ৮৪৭টি
- রেজিস্টার্ড : ৫১৯টি
এক নজরে চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান
চট্টগ্রাম জেলায় রয়েছে প্রচুর দর্শনীয় স্থান যেখানে বিদেশ থেকে পর্যন্ত প্রতিবছর এখানে ঘুরতে আসে। আসুন দেখে নেই কি কি দর্শনীয় স্থান রয়েছে এই জেলাতে।
- গুপ্ত এস্টেট জমিদার বাড়ি
- চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রি
- লালদিঘি
- পতেঙ্গা সমুদ্র সৈকত
- ডিসি হিল
- জাতিতাত্ত্বিক জাদুঘর
- চট্টগ্রাম বন্দর
- চট্টগ্রাম চিড়িয়াখানা
- ভাটিয়ারী লেক ও গলফ ক্লাব
- বায়েজিদ বোস্তামীর মাজার
- বাটালী হিল
- ফয়েজ লেক
এক নজরে চট্টগ্রাম জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থানগুলো জানার পাশাপাশি অবশ্যই এখানে বিখ্যাত ব্যক্তিদের পরিচয় সম্পর্কেও জানা দরকার। কারণ এরা দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন। আসুন দেখে নেই এই বিখ্যাত সকল ব্যক্তিবর্গ সম্পর্কে।
- মইনুল ইসলাম, মুহাম্মদ ইউনূস
- হোসেন জিল্লুর রহমান
- মোহাম্মদ ফজলুল করীম
- মুহম্মদ নূরুল ইসলাম
- অন্নদাচরণ খাস্তগীর
- নুরুল ইসলাম
- যোবায়দা হান্নান
- সায়েবা আখতার
- অপূর্ব দত্ত, আবদুল করিম
- আবুল কাশেম সন্দ্বীপ
- মোহাম্মদ ফেরদাউস খান
- সুকোমল বড়ুয়া
- আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন
- আবুল মোমেন
- আবুল কাসেম
- কাজেম আলী
- কামিনীকুমার ঘোষ
- প্রণব কুমার বড়ুয়া
- বিকিরণ প্রসাদ বড়ুয়া
- বেণী মাধব দাস
- মুহম্মদ এনামুল হক
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানলেন এক নজরে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান। আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটের সারা বাংলা ক্যাটাগরি দেখুন।
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা