বিনতা দেব
আপডেট: ০০:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩
হিমালয়কন্যা নেপাল ভ্রমণ
বিনতা দেব
নেপাল ভ্রমণ : আমি আর আমার বাবা ৪ সেপ্টেম্বর সকাল সাতটায় বিমান বন্দরে গিয়ে পৌঁছি। কিন্তু আমার মা যেতে পারেন নি। কারণ আমার মা চাকুরি থেকে ছুটি পাননি।
বিমানবন্দরে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা বিমানের জন্য অপেক্ষা করি। আমাদের ফ্লাইট ১০ টা ১৫ মিনিটে। এরই মধ্যে একটা ঘটনা ঘটে যায়। আমার বাবা একটু সামনে গিয়েছিলেন। আমি আমার ব্যাগটি বাবার কাছে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে পড়লো আমার বাবার ব্যাগটি তো আনা হলো না! তারপর সেখানে গিয়ে দেখি বাবার ব্যাগটি নেই। তারপর অনেক খোঁজাখুজির পরও ব্যাগটি পাওয়া যায় না। তখন আমরা সেখানের পুলিশদেরকে ঘটনাটি খুলে বলি, এরই মধ্যে আমাদের ফ্লাইটের সময় চলে এসেছে। আমরা ব্যাগের আশা ছেড়ে দিয়ে বিমানের কাছাকাছি চলে গিয়েছিলাম।
মম' এখানের বিখ্যাত খাবার। দেশ-বিদেশ হতে ঘুরতে আসা লোকজন এটি খেতে অনেক পছন্দ করে। সেখানের 'মম' সত্যিই খুব মজাদার। আমার সেখানের মম খেয়ে খুব ভালো লেগেছে।
তখনই একজন আংকেল এসে বললেন যে উনার বন্ধুর ব্যাগ মনে করে বাবার ব্যাগটি নিয়ে গিয়েছিলেন। অবশেষে আমরা ব্যাগটি নিয়ে বিমানের সিটে গিয়ে বসলাম। আমি বিমানে বসে জানালা দিকে বাহিরের দৃশ্য দেখতে দেখতে নেপাল গিয়ে পৌঁছলাম।
নেপাল গিয়ে প্রায় দশ বছর পরে আমার বড় জেঠুর (যাকে আমি আদর করে বাবন বলে ডাকি) সাথে দেখা হলো। আমার যখন বয়স দুই মাস তখন আমার বাবন আমেরিকা চলে গিয়েছিলেন। জীবনে প্রথম আমার বাবনকে দেখে আমি খুব খুশি। নেপালের অনেক জায়গায় আমরা সবাই এক সাথে বেড়াতে গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। সেখানে একটি খুব সুন্দর ইসকন মন্দির রয়েছে। যেখানে জন্মাষ্টমী উপলক্ষে অনেক সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজানো হয়েছিলো। এটি একটি পাহাড়ে অবস্থিত। সেখানে অনেক সুন্দর ঝর্ণা আছে।
আমার ঝর্ণার কাছে গিয়ে অনেক ভালো লেগেছিল। নেপালে একটি খুব সুন্দর ও লোকমুখে শোনা জাগ্রত মন্দির রয়েছে। এটি সব মন্দির থেকে অন্যরকম। এই মন্দিরটির নাম পশুপতিনাথ মন্দির। সেখানে প্রতিদিন সন্ধ্যায় আরতি হয়, সেই আরতি দর্শন করতে নদীর দুই পাড়ে অনেক ভক্তবৃন্দ মিলিত হয়। এখানে ২৪ ঘন্টা মৃতদেহের সৎকার করা হয়। নেপালীদের বিশ্বাস এই মন্দিরে সৎকার করলে আর পুনঃজন্ম হয় না।
'মম' এখানের বিখ্যাত খাবার। দেশ-বিদেশ হতে ঘুরতে আসা লোকজন এটি খেতে অনেক পছন্দ করে। সেখানের 'মম' সত্যিই খুব মজাদার। আমার সেখানের মম খেয়ে খুব ভালো লেগেছে।
নেপালের অনেক বানর দেখতে পেলাম। সেই বানরগুলো কারো ক্ষতি করে না। একদিন একটি ঘটনা ঘটেছিল, আমার বাবা জলের বোতলটি একটু নিচে রেখেছিলেন; তখনই একটি বানর এসে বোতলটি নিয়ে ফুটো করে সব জল মাটিতে ফেলে দিয়েছিল এবং কয়েকটি বানর এসে বোতলের পড়ে যাওয়া জল খেতে লাগল। এই দৃশ্যটি দেখে আমার অনেক ভালো লেগেছিলো।
হিমালয়কন্যা নেপাল একটি হিন্দু রাষ্ট্র। সেখানে সনাতন ধর্মের লোকের বসবাস বেশি। নেপাল দেশটি অনেক সুন্দর। সেখানে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। এই স্মৃতি আমি কখনও ভুলবো না।
উইকিপিডয়ার তথ্য অনুযায়ী নেপাল হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র। নেপালের উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত।
নেপাল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রী রাষ্ট্র। এর শতকরা ৮১ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।
বিনতা দেব, চতুর্থ শ্রেণি, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে