মাহমুদ এইচ খান
পর্যটকদের দুঃসময়ের সঙ্গী এই কুকুর
হামহাম ঝর্ণায় পর্যটকদের দুঃসময়ের সঙ্গী কুকুর।
হামহামের ঝর্ণার পানিতে শান্তির পরশ মাখতে গিয়ে ভুলে গেছেন সময়ের কথা। যখন ফেরার কথা ভাবছেন তখন দেখলেন অন্ধকার ঘনিয়ে এসেছে। প্রায় দু ঘন্টা পায়ে হাটার অন্ধকার পথে আপনারা যত বড় দল হননা কেন পাহাড় বাইতে কিছুটা বিচলিত হবেনই।
এমন পরিস্থিতিতে আপনি যদি সেখানকার শেষ পর্যটক হয়ে থাকেন তাহলে নির্ভয়ে থাকতে পারবেন। কারণ আপনার পাশে তখন হামি নামের একটি কুকুর থাকবেই। সেই হবে আপনার গাইড এবং নিরাপত্তারক্ষী।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত হামহাম জলপ্রপাতে যারাই ঘুরতে গেছেন তাদের সবারই চোখে পড়েছে এই কুকুরটিকে। কিন্তু কেউ এই কুকুর সম্পর্কে তখনই জানবেন যখন আপনি পথ হারাবেন বা ফেরার পথে দেরী করে ফেলবেন। আর যদি আপনার সাথে গাইড না থাকে তাহলে বুঝবেন কুকুরটিই আপনার গাইড।
জানা যায়, হামি নামের এই কুকুরটি প্রায় ২ বছর থেকে পর্যটকদের সাথে প্রতিদিন সকালে হামহাম জলপ্রপাতে যায়। সেখানে সারাদিন সে থাকে। পর্যটকদের দেয়া বিভিন্ন খাবার খেয়ে থাকে সে। তার সাথে আরেকটি কুকুর আছে মামি নামের। তবে হামিই দূরন্ত ও দায়িত্বশীল। যতক্ষণ সেখানে পর্যটক থাকবেন ততক্ষণ হামি সেখানে থাকবে। দিনের শেষ পর্যটকদের সাথে সে লোকালয়ে ফিরে আসে। সেই সর্বশেষ পর্যটককে ফেলে যায়না হামি। পুরো সময় তাদের সাথে থাকে। এ যেন এক দায়িত্বশীল গাইড।
সম্প্রতি ঢাকা থেকে আগত একটি পর্যটক দলের সাথে দ্বিতীয়বারের মতো হামহাম থেকে দেরী করে ফেরার পথে তাদের সঙ্গী ছিল হামি। সেই দলের একজন ছিলেন বাংলানিউজের এই প্রতিবেদক। হামি রাতের আধারে এতোই সুক্ষভাবে তাদের গাইড করেছিল যা অবাক করার মতো। পরবর্তীতে লোকালয়ে খোঁজ নিয়ে হামির এই কাজ সম্পর্কে জানার পর তারাই এর নামকরণে করেন হামি ও তার সাথের অপর কুকুরটির নাম দেয়া হয় মামি।
সেই পর্যটক দলের একজন শিক্ষানবিস নির্মাতা শাহিনূর আক্তার শাহিন বাংলানিউজকে বলেন, হামিকে আমরা প্রথম দেখেছিলাম হামহামে সেখানকার আরো কয়েকজন পর্যটকদের সাথে খেলছে। আমার একটু দেরী করে সেখানে গিয়েছিলাম। আমাদের ছাড়া সেখানে আর কোনো পর্যটকই ছিল না। আমরা যখন ফিরব তখন সন্ধ্যা ঘনিয়ে আসে। ৩ সদস্য আমরা তবুও অন্ধকারে নিবিড় বনে অনেকটা ভয়ে ছিলাম। কিন্তু দেখলাম আমাদের সাথে একটা কুকুর আছে। অনেকটা অভয় পেয়েছি অচেনা এই জায়গায় তাকে সঙ্গী পেয়ে।
‘তারপর পুরোটা রাস্তা সে আমাদের সাথে ছিল। আমরা রাতের আধারে রাস্তায় আধাঘন্টার বিরতী দিয়েছি আমাদের সাথে সে বিশ্রাম করেছে কিন্তু আমাদের ছেড়ে যায়নি। তারপর আমাদের সাথে সে লোকালয়ে আসে। ভেবেছিলাম তাকে খাবার দিয়েচিলাম সেজন্য সে সাথে আছে, পরে শুনলাম এই কুকুর এমনই। এর আগে আমাদের আরো বন্ধুদের সাথে হামহামে এমন অভিজ্ঞতা হয়েছিল।’
আরেক পর্যটক ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসাইন বাংলানিউজকে বলেন- ‘রাস্তায় সে আমাদের সাথে শুধুই ছিল এমনটা বললে ভুল হবে। সে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। ঝুঁকিপূর্ণ রাস্তায় সে আমাদের বিকল্প রাস্তায় চলতে দেখিয়েছে। বন্যপ্রাণীদের নড়াচড়া পেলে সে পেছনে চলে গেছে যাতে আমাদের উপর কোনো প্রাণী আক্রমন করলে সে ঠেকাতে পারে।’
তিনি বলেন- ‘আশ্চর্য ব্যাপার হলো একটা ঢালু রাস্তায় এসে সে আমার সামনে দাঁড়িয়ে পথ আগলে দেয়। পরে আমি তাকে ধাক্কা দিলাম সে সরবেনা কিছুতেই। এর মানে আমি তার চোখের সামনে হাটব আর সে পেছনে থাকবে। পরে আমি তাকে ক্রস করে সামনে গিয়ে হাটতে থাকলাম তখন সেও হাটতে শুরু করল। আমি হামহামের কথা ভুলে গেলেও এই কুকুরটি কথা ভুলব না।’
হামহামের নিকটবর্তী গ্রামের বাসিন্দা ও পর্যটক গাইড নারায়ন নুনিয়া বাংলানিউজকে জানায়, এই কুকুর তাদেরই গ্রামে বেড়ে উঠেছে। সে প্রতিদিন সকালে যে প্রথম হামহামের রাস্তায় পা ফেলে তার সাথে চলে যায় জলপ্রপাতে। আর দিন শেষে সব শেষে যারা হামহাম থেকে ফিরে আসেন তাদের সাথে আসে। এই কুকুর কারো সাথে থাকলে এই বনে চলতে গেলে তাদের আর গাইড লাগেনা।
লেখক- মাহমুদ এইচ খান, সংবাদকর্মী
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে