Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২১ ডিসেম্বর ২০২৩

অভিবাসন আইন কঠোর করতে একমত ইইউ 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে অভিবাসপ্রত্যাশী ব্যক্তিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কিছু দেশ। অনেকদিন ধরেই সমস্যাটি কীভাবে সামলানো যায় তা নিয়ে যৌথ প্রয়াস চালাচ্ছে দেশগুলো। এবার এই বিষয়ে ইইউ'র দেশগুলোর আইনে সংস্কার আনতে একমত হয়েছে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

বুধবার (২০ ডিসেম্বর) ইইউ জোটভুক্ত দেশ ও ইউরোপিয়ান পার্লামেন্টের আইনপ্রণেতারা এ ঐক্যমতে পৌঁছান। এই সংস্কারের ফলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বৈধতা পেতে হলে। 

আইনে অবৈধভাবে আসা ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে কি না, সে বিষয়ে যাছাই-বাছাই দ্রুত করা, সীমান্তে আটক কেন্দ্র তৈরি এবং আশ্রয়ের আবেদন নাকচ হওয়া ব্যক্তিদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর মতো বিষয় রয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের বেসামাল চাপে থাকা ইউরোপের দক্ষিণ অংশের দেশগুলোর ওপর থেকে অভিবাসী চাপ কমানোর একটি সমন্বিত কর্মপদ্ধতিও গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 

ইইউর বর্তমান প্রেসিডেন্ট হিসেবে স্পেন আইন সংস্কারের দীর্ঘ এ আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) স্পেনের কতৃপক্ষ বলেছেন, আশ্রয় ও অভিবাসনবিষয়ক ইইউর নতুন চুক্তির পাঁচটি নথির বিষয়ে জোটের সদস্যদেশগুলোর রাজনৈতিক মতৈক্য রয়েছে। 

এদিকে, দক্ষিণ ইউরোপের দেশ গ্রিস দেশটিতে চলমান শ্রমিকের অভাব পূরণ করতে ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে বৈধতা দেওয়া ঘোষণা দিয়েছে। কর্মী ঘাটতির কারণে আনুমানিক ৩০ হাজারের অনথিভুক্ত অভিবাসীকে নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। 

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গ্রিসের আশ্রয় ও অভিবাসন এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়