Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৯, ৩ মার্চ ২০২৪
আপডেট: ১৬:০৭, ৩ মার্চ ২০২৪

আউশকান্দিতে ইট ভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নি হ ত

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জন। ছবি- আই নিউজ

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জন। ছবি- আই নিউজ

ঢাকা-সিলেট রোডের আউশকান্দিতে একটি ইট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই জনের মৃ ত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (০৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা যায়, রোববার (০৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজ্যড়ে নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চরকাটখাল গ্রামে যাওয়ার জন্য শিশু বাচ্চাসহ ৭ জন একটি সিএনজিতে করে যাচ্ছিলেন। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হয়ে যাওয়ার সময় আউশকান্দি হীরাগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাক বোঝাই ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলে মারা যান আব্দুল হাকিম (৬০) ও আব্দুল আলীর স্ত্রী মুরচান বিবি (৪৫) নামের দুই জন।এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মহা সড়কে যানচলাচল প্রায় ১ ঘন্টা বন্ধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ও নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিএনজি অটোরিক্সা সহ থানায় নিয়ে যান। তবে, ঘাতক ট্রাকটি সিএনজি অটোরিক্সা রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন ট্রাকের পিছু নিয়ে জালালপুর নামক স্থানে ট্রাকটিকে আটক করা হয়।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিএনজি চালকের কোন খবর পাওয়া যায় নি। অপর আহত নিহত আব্দুল হাকিম মিয়ার পুত্র রাসেল মিয়া (১৬) ও মুরচান বিবির ভাইপুত রাহুল মিয়া (৯)। সিএনজিতে থাকা  তিন জন শিশু বাচ্চা অক্ষত অবস্থায় রয়েছে।

শেরপুর হাইওয়ের অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করি নিহত লাশ উদ্ধার করি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়