সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে শ্রীমঙ্গলের চা বাগান
আগাম বৃষ্টিতে চিরচেনা সবুজ রঙ ফিরে পেয়েছে চায়ের গাছগুলো। ছবি- সাজু মারছিয়াং
প্রায় তিন মাস আগ থেকেই চা বাগানের সেকশনগুলোতে চা গাছ ছাটাই করার কাজ শুরু করেছিলো চা বাগান কর্তৃপক্ষ। চা গাছ ছাটাই করার ফলে চা বাগানের চিরায়ত সেই সবুজ সৌন্দর্য হারিয়ে গিয়েছিল বেশকিছু দিন। যদিও চা গাছের প্রাণ ফিরিয়ে আনতে দেয়া হচ্ছিলো কৃত্রিম পানি। তবে, চা বাগানের এই রুক্ষ অবস্থার মাঝে আশির্বাদ হয়ে গেছে ফাল্গুনের আগাম বৃষ্টিপাত। আগাম বৃষ্টির কারণে ছাটাই করা চা গাছে এসেছে নতুন পাতা।
আগাম বৃষ্টি হওয়ায় বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে চা-গাছ। যেন বৃষ্টির ছোঁয়ায় নব প্রাণ ফিরে পেয়েছে চা গাছগুলো। আগাম বৃষ্টির ফলে চায়ের বাম্পার ফলনের আশা করছেন চা বাগান সংশ্লিষ্টরাও। দ্রুততম সময়ের মধ্যে মৌসুমের আগেই চা প্রক্রিয়াজাতকরণে যেতে পারবেন বলে আশা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানের কর্মকর্তারা।
উপজেলার ভাড়াউড়া, জেরিন, ফুলছড়া, কালিঘাট সহ বিভিন্ন চা বাগানে গিয়ে দেখা দুই তিন মাস আগে ছাটাই করা চা বাগানের চা গাছগুলোতে নতুন পাতা গজাতে শুরু করেছে। ছাটাই করা চা গাছে নতুন পাতা আসায় ও বৃষ্টির পামিতে ধুলোময়লা দূর হয়ে যাওয়ায় সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে চা বাগানে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান এর তথ্য মতে, গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গলে মোট বৃষ্টিপাত হয়েছে ৭৩ মিলিমিটার। শীত এই বৃষ্টি পাত চা বাগানের জন্য অনেক উপকারী।
ইস্পাহানী জেরিন চা বাগানের উপ মহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, গত বছর এই সময়ে বৃষ্টিপাত হয়নি। এবছর আমরা আগাম বৃষ্টি পেয়েছি। এই বৃষ্টিতে চা বাগানে প্রাণ ফিরে পেয়েছে। ছাটাই করা চা গাছে নতুন পাতা বের হচ্ছে। বৃষ্টি হওয়ায় চা বাগানে কৃত্রিমভাবে পানি দিতে হয় নি কয়েকদিন। এতে করে উৎপাদন খরচও কমেছে। সর্বোপরি এই বৃষ্টি চা বাগানের জন্য গুরুত্বপূর্ণ ছিলো।ছাঁটাই করা গাছে আগাম পাতা ধরবে। এতে করে আমরা শীঘ্রই চা-পাতা তুলতে পারবো।
বাংলাদেশীয় চা সংসদের (বিসিএস) সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও ফিনলে চা ভাড়াউড়া ডিভিশনের জিএম গোলাম মোহাম্মদ শিবলি বলেন, বৃষ্টিপাত চায়ের জন্য অনেক উপকারী। বিশেষভাবে নতুন চা গাছ যেগুলো আছে তার জন্য বেশী উপকারী। তারপর প্রুনিংকৃত চা গাছগুলো দ্রুত কুঁড়ি ছাড়বে। অলরেডি চা গাছগুলো কুঁড়ি ছাড়তে শুরু করে দিয়েছে। বৃষ্টির জন্য দ্রুত চা–গাছের কুঁড়ি চলে আসবে। আমরা তাড়াতাড়ি চা পাতা চয়ন ও চা প্রক্রিয়াজাতকরণ যেতে পারবো।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’