Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৬, ১৬ আগস্ট ২০২২
আপডেট: ১৮:৫০, ১৬ আগস্ট ২০২২

মৌলভীবাজারের রাজনগরে

আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার

আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে বিধবা সৈয়দা রুবি আক্তারের বিউটি পার্লার।

আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে বিধবা সৈয়দা রুবি আক্তারের বিউটি পার্লার।

মৌলভীবাজারের রাজনগরে একটি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

এ ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানালেও প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোররাত আড়াইটায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও বাজারের রুবি বিউটি পার্লারে আগুন লাগার ঘটনা ঘটে। আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে কল করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজনগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলী হোসেন বলেন, ৯৯৯ এ খবর পাওয়ার পর আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা যেতে যেতেই সম্পূর্ণ বিউটি পার্লারটি পুড়ে যায়। কিভাবে আগুন লেগে সেটা তদন্ত করে দেখতে হবে।

স্বামীর মৃত্যুর পর নিজের ভাগ্য বদলের জন্য ২০১৯ সালে রুবি বিউটি পার্লার নামের ব্যবসা শুরু করেন। ভালোই চলছিল দিনকাল। আগুন কেড়ে নিল রুবির জীবনের শেষ সম্ভলটুকুও। রাতের আধাঁরে দুর্বৃত্তরা রুবি বিউটি পার্লারে আগুন লাগিয়ে দেয়।

দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পাঁচগাঁও ইউনিয়নের বাগেশ্বর গ্রামের সৈয়দা রুবি আক্তারের মালিকানাধীন রুবি বিউটি পার্লারে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। এসময় স্থানীয় একজন মোবাইল ফোনে রুবি আক্তারের ভাইকে আগুন লাগার বিষয়টি জানান। পরে রাজনগর ফায়ার সার্ভিসকে জানালে রাত ৩টার দিকে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দোকানের সব মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। তবে দোকান মালিকের দাবি, অগ্নিসংযোগে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দোকান মালিক সৈয়দা রুবি আক্তার অভিযোগ করেন। স্থানীয় একটি পক্ষের সাথে তার ভাইদের জমি ও বিভিন্ন বিষয় নিয়ে মামলা-মোকদ্দমা চলছে। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে ওই পক্ষ অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি ওই পক্ষের এলাকায় কয়েকবছর ধরে বিউটি পার্লার ও কসমেটিক্স সামগ্রীর ব্যবসা করছেন। আগুন নেভানোর পর একটি পেট্রলের বোতল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

বিধবা সৈয়দা রুবি আক্তার। স্বামীর মৃত্যুর পর নিজের ভাগ্য বদলের জন্য ২০১৯ সালে রুবি বিউটি পার্লার নামের ব্যবসা শুরু করেন। ভালোই চলছিল দিনকাল। আগুন কেড়ে নিল রুবির জীবনের শেষ সম্ভলটুকুও। রাতের আধাঁরে দুর্বৃত্তরা রুবি বিউটি পার্লারে আগুন লাগিয়ে দেয়।

সৈয়দা রুবি আক্তার বলেন, স্বামী মারা যাওয়ার পর আমি আমার এলাকার বাজারে অনেক কষ্ট করে একটি বিউটি পার্লার চালু করি। এই আয় রোজগার দিয়ে আমার ভালই চলছিলো।

কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে বাজারের বাসিন্দা ছয়ফুল মিয়া আমার পার্লারের দেয়াল ভেঙে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এখন আমার সব শেষ। আমি কিভাবে বাকিটা জীবন কাটাবো। তিনি বলেন, আমার পার্লারে দশ লক্ষ টাকার মালামাল ছিল। আগুনে পুড়ে সব ছাঁই হয়ে গেছে। আমার পার্লারে কি দোষ ছিল। কেন পার্লারে আগুন লাগিয়ে দিল। আমার এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলো।

এছাড়া সঠিক করে বলা যাবে না। ভোক্তভূগিরা যদি আবেদন করেন তাহলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে সঠিক কারণ বের করা হবে। রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, তাদের কারো সাথে হয়তো বিরোধ ছিল বলে শুনা যাচ্ছে। মামলা মোকাদ্দমাও চলছে। একটি মেয়ে এই বিউটি পার্লারটি পারিচালনা করতো।

রাতে আগুনে পুড়ে যায়। অভিযুক্ত ছয়ফুল মিয়ার স্ত্রী দিলারা বেগম বলেন, আমার স্বামীর মোবাইল বন্ধ। তিনি এই কাজে জড়িত নন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।

পার্লারের দেয়াল ভেঙে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এখন আমার সব শেষ। আমি কিভাবে বাকিটা জীবন কাটাবো। তিনি বলেন, আমার পার্লারে দশ লক্ষ টাকার মালামাল ছিল। আগুনে পুড়ে সব ছাঁই হয়ে গেছে। আমার পার্লারে কি দোষ ছিল। কেন পার্লারে আগুন লাগিয়ে দিল। আমার এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলো।

রাজনগর থানার উপপরিদর্শক হাসান আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিস ও আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে একটি বোতল পেয়েছি। তবে দোকানের ভিতরে পেট্রল দেয়া যেতে পারে তেমন কোনো জায়গা দেখিনি। 

রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায় বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, আমি বিষয়টির খুঁজ নিচ্ছি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

আইনিউজ/ফরহাদ হোসাইন/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

গায়ে তেল মেখে কিভাবে তৈলাক্ত কলাগাছের মাথায় উঠছে তারা | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়