Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আজ আবার তামিমকে নিয়ে কথা বলবেন সাকিব 

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে অন্যান্য দল যখন নিজেদের দল গুছানো নিয়ে ব্যস্ত বাংলাদেশের বিসিবি পাড়ায় তখন সাকিব-তামিম দ্বন্ধ নিয়ে কানাঘুষা চলছে। অনেকেই বলছেন, সাকিব আর তামিমের সম্পর্ক যে আসলেই ভেঙ্গে গেছে তাই এখন বেরিয়ে আসছে বিসিবির নানা কাণ্ডে। এরমধ্যে বুধবার বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকারে তামিমকে নিয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাকিবের গ্রহণ করা ওই সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রচারিত হবে। যেখানে তামিম ইকবালকে নিয়ে আরো কিছু কথা বলবেন সাকিব আল হাসান। 

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। সেই লক্ষ্যে বুধবার দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এর ঘণ্টাখানেক পরই সামাজিক মাধ্যমে রীতিমতো বোমা ফাটান বিশ্বকাপ মিস করা তামিম ইকবাল।

বৃহস্পতিবার রাত ১১টায় সাকিবের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে। ‘সাকিব৭৫ আনসেন্সরড’ এর দ্বিতীয় পর্বে আরো অনেক প্রশ্নের খোলামেলা জবাব দেবেন টাইগার অধিনায়ক।

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে উত্তাল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। নিজের ফেসবুকে লাইভে এসে তামিম দাবি করেছেন, অনেকটা চাপে ফেলে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। ভক্তদের অনেকে এই সিদ্ধান্তের জন্য দায়ী করছেন অধিনায়ক সাকিবকে।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে বুধবার প্রচারিত হয়েছে বিশ্বকাপের দল নিয়ে সাকিবের একটি সাক্ষাৎকার। যেখানে তামিমের বাদ পড়ার প্রসঙ্গে কথা বলেছেন সাকিব।

সাকিবের কথায়, তামিমের বাদ পড়ার পেছনে তার তেমন ভূমিকা নেই। তবে তামিম ‘টিমম্যান’ কিনা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তিন ফরম্যাটের অধিনায়ক।

এর আগে বুধবার বিকেলে ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে কথা বলেছেন তামিম। 

সেখানে তিনি বলেন, বিসিবি থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিশ্বকাপে ব্যাটিং অর্ডারের নিচের দিকে ব্যাট করার জন্য। বিষয়টি শুনেই নাকি উত্তেজিত হয়ে যান তিনি। কেননা ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তিনি ওপেনিংয়ে খেলে আসছেন। তার বিশ্বকাপে না থাকার পেছনে সেটিও একটি কারণ বলে জানিয়েছেন তামিম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়