Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ২২ মে ২০২৪

আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস আজ

আজ আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস।

আজ আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস।

আজ আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস। ২২ মে দিবসটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। গোটা বিশ্ব তথা বাংলাদেশ যখন জলবাযূ পরিবর্তনের চরম ঝুকিতে তখন এবারের দিবসটির তাৎপর্যও অনেক বেশি। 

এই পৃথিবীতে বাস করে হাজারো প্রাণী। তাদের নাম, পরিচিতি আর স্বভাবের কথা তুলে ধরতে গেলে হাজার পৃষ্ঠায় কোটি শব্দ লিখলেও শেষ হবে না। আধুনিক পৃথিবীতে এখন সব জায়গাতেই মানুষের পদচারণা। মানুষসহ বিভিন্ন প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। বিশ্ববাসীর ব্যবহারের জন্য একটিমাত্র জীবমন্ডল তথা এ পৃথিবীকে মানুষ নির্দয়ভাবে ও নির্বিচারে ব্যবহার করছে। আর এর ফলে বর্তমানে সমস্ত বিশ্ব ব্যবস্থা হুমকির দরজায় এসে দাঁড়িয়েছে।  

জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব জীববৈচিত্র দিবস হিসেবে উদযাপন করে আসছে। বিশ্ব জীববৈচিত্র দিবসের ধারণাটির সূচনা হয় ১৯৯২ সালে। রাষ্ট্র, সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনের সমন্বয়ে ব্রাজিলের রিও-তে শীর্ষ ধরিত্রী সম্মেলন-এ জীববৈচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়