নিজস্ব প্রতিবেদক
আবারও চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানি, চালক আটক
রাজধানীতে বিকাশ পরিবহনের একটি চলন্ত বাসে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসটির চালক মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ।
গত বুধবার আশুলিয়া থেকে লালবাগ থানা পুলিশ তাকে আটক করে। এ ছাড়া বিকাশ পরিবহনের ওই বাসটি (ঢাকা-মেট্রো-ব-১২-০৬০৫) উদ্ধারের পর জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার (২৪ জুলাই) ভুক্তভোগী ওই ছাত্রী রাত পৌনে ৯টায় ধানমন্ডি থেকে আজিমপুরে নিজ বাসায় যাওয়ার উদ্দেশে বিকাশ পরিবহনের একটি বাসে উঠেন। বাসে উঠে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে এক পর্যায়ে তিনি তন্দ্রাছন্ন হয়ে পড়েন। রাত সোয়া ৯টার দিকে তিনি অনুভব করেন তার শরীরে কে যেন হাত দিয়েছে। তাকিয়ে দেখেন বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাসের হেলপার বসা।
- আরও পড়ুন- এক বছরে আয়ের চেয়ে ব্যয় বেশি করেছে বিএনপি
বিপদ আঁচ করতে পেরে তিনি বাসের হেলপারকে পাশ থেকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। হেলপার তাকে পেছন থেকে জড়িয়ে ধরেন এবং এক হাতে মুখ চেপে ধরেন। আর চালক বাস না থামিয়ে দ্রুত গতিতে ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরের দিকে যেতে থাকেন। এক পর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে বাসটি একটু স্লো হলে ওই ছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে আত্মরক্ষা করেন।
এর আগে গত ১২ জুন সকালে রাজধানীর জিগাতলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হন।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024