Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ২৯ জুলাই ২০২২

আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৮৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৪৩ জনে।

শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৬১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। নম্যনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬.৬২%।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৬ হাজার ৮৩টি নমুনা। এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৮৪%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৪%। অন্যদিকে, সুস্থতার হার ৯৬.৮২% এবং মৃত্যুহার ১.৪৬%।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন পুরুষ এবং তিনি ঢাকার বাসিন্দা ছিলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ১২৮ জন ঢাকা বিভাগের, ১৭ জন ময়মনসিংহ বিভাগের, ৯২ জন চট্টগ্রাম বিভাগের, ৩৮ জন রাজশাহীর, ৮ জন রংপুর বিভাগের, ৩৭ জন খুলনা বিভাগের, ১৬ জন বরিশাল বিভাগের এবং ১৫ জন সিলেট বিভাগের।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়