Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ৩ এপ্রিল ২০২৪

ইউজিডিপির আওতায় মৌলভীবাজারের স্কুল-মাদ্রাসায় বেঞ্চ বিতরণ 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় উঁচু-নীচু আকারের বেঞ্চ বিতরণ করা হয়েছ।

বুধবার (৩ এপ্রিল ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে বিতরণের বেঞ্চ হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।

এছাড়াও সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী মো. আলমঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মনোরমা দেবী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়