Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইয়ানূর রহমান, যশোর 

প্রকাশিত: ১১:৫১, ৬ মে ২০২৪

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বাড়ীর সামনে ২টি বো`মা বি`স্ফোর`ণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাড়ীর সামনে গভীর রাতে দুটি বো'মা বি'স্ফোর'ণ ঘটিয়েছে দুর্ব'ত্ত'রা। 

শনিবার (৪ মে) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের সময় শার্শার  তার নিজস্ব বাড়ীর সামনে এই বোমা বি'স্ফোর'ণের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পালিয়ে যায় দু'র্বত্ত'রা। তবে এ ঘটনায় কোন ক্ষ'য়ক্ষ'তি বা হ'তা'হ'তে'র খবর পাওয়া যায়নি। 

এদিকে গভীর রাতে হঠাৎ বো'মা বি'স্ফো'রণের বিকট শব্দে অধ্যক্ষ ইব্রাহিম খলিলের পরিবার সহ আশেপাশের মানুষের মাঝে চরম আত'ঙ্ক বিরাজ করছে।

অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, রাতে হঠাৎ বি'কট শব্দে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। তখন ৩টা ৪৫ মিনিট বাজে। তড়িঘড়ি উঠে পর্যবেক্ষণ করে দেখি বাসার সামনে দু'র্বত্ত'রা বো'মা বি'স্ফো'রণ ঘটিয়েছে। এ সময় পরিবারের লোকজনের মাঝে আ'ত'ঙ্ক বিরাজ করতে থাকে। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে পুলিশ এসে বিষয়টি তদন্ত করে।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। বো'মা বি'স্ফোর'ণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কে বা কারা বো'মা বি'স্ফো'রণের ঘটনা ঘটিয়েছে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো.। মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়