Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৪০, ১৫ এপ্রিল ২০২৪
আপডেট: ১৭:৫৩, ১৫ এপ্রিল ২০২৪

ষষ্ঠ উপজেলা নির্বাচন : কুলাউড়ায় মনোনয়ন জমা দিলেন যারা

কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আছেন তাঁরা।

কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আছেন তাঁরা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে দেশে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়ন দাখিল করার শেষ দিন আজ সোমবার (১৫ এপ্রিল)। এরিমধ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন একাধিক প্রার্থী।

কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, বর্তমান ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মো. ফজলুল হক খান শাহেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি  রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  আসম  কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হাসান।  তাঁরা নির্বাচনকে ঘিরে ভোটারদের জোর আলোচনায় আছেন। 

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন, উপজেলা যুবলীগের সম্পাদক মো. মইনুল ইসলাম সবুজ, মো. আফজাল হোসেন সাজু, সাইদুল ইসলাম কুতুব, রাজকুমার কালোয়ার রাজু, পূরণ উরাং, মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও সাবেক চেয়ারম্যান নেহার বেগম। 

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল সোমবার। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়