Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৭:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩

এবারের ইত্যাদিতে দেখা যাবে মৌলভীবাজারের অমলেন্দু কুমার দাশকে 

ইত্যাদির এবারের পর্বে দেখা মৌলভীবাজারের মানবিক কর্মী অমলেন্দু কুমার দাশকে। ছবি- আই নিউজ

ইত্যাদির এবারের পর্বে দেখা মৌলভীবাজারের মানবিক কর্মী অমলেন্দু কুমার দাশকে। ছবি- আই নিউজ

আগামীকাল শুক্রবার প্রচারিত হবে ইত্যাদির এবারের আয়োজন। ইত্যাদির এবারের আয়োজনে দেখা যাবে একজন মৌলভীবাজারের মানবিক মানুষকেও। যার নাম অমলেন্দু কুমার দাশ। মানবিক কাজের জন্য পরিচিত এ মানুষটিকে নিয়ে ইত্যাদি টিম তাঁদের এবারের আয়োজনে কাজ করেছে। যা ইত্যাদিতে প্রচারিত হবে শুক্রবার (২৯ সেপ্টেম্বর)। 

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে ধারণ করা হয় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এরই ধারাবাহিকতায় এবারের পর্বটি ধারণ করা হলো নৈসর্গিক শোভার লীলাভূমি নেত্রকোনায়।

মঞ্চ নির্মাণ করা হয় এই জেলার বিজয়পুরের সাদামাটির পাহাড়ের সামনে। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সঙ্গে সংগতি রেখে সাজানো মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ‘ইত্যাদি’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন জানায়, অধিকাংশ সময়ই রাতের আলোকিত মঞ্চে ইত্যাদি ধারণ করা হলেও বিজয়পুরের নৈসর্গিক রূপ রাতের বেলায় দেখানো সম্ভব নয় বলে এবার দিনের আলোর পড়ন্ত আভায় ইত্যাদির দৃশ্যধারণ হয়েছে। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৩ সেপ্টেম্বর।

এদিকে এবারের ’ইত্যাদি’ অনুষ্ঠানে হৃদয়ছোঁয়া মানবিক প্রতিবেদনে রয়েছে অমলেন্দু’র মহৎ কাজ। স্বেচ্ছায় এবং নিজের বেতনের টাকা খরচ করে তিনি কীভাবে মানবসেবায় নিভৃতে কাজ করে যাচ্ছেন সেই গল্প জানাবে ইত্যাদি। 

অমলেন্দু কুমার দাশ মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ বাড়ন্তি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। সরকারি চাকুরীর পাশাপাশি তিনি মানবিক কাজ, লোক সাহিত্য ও গবেষণাধর্মী লেখালেখিসহ লোকজ সংস্কৃতি রক্ষায় নানা কজের সঙ্গে জড়িত।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়