Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার 

প্রকাশিত: ১৮:২৫, ২৩ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২০:০৭, ২৩ ডিসেম্বর ২০২৩

এশিয়া কাপ জয়ী মৌলভীবাজারের ইমনকে আই নিউজের সম্মাননা

এশিয়া কাপ জয়ী ইমনের হাতে ক্রেস্ট তুলে দেন আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল। ছবি- আই নিউজ

এশিয়া কাপ জয়ী ইমনের হাতে ক্রেস্ট তুলে দেন আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল। ছবি- আই নিউজ

সদ্য অনুর্ধ্ব-১৯ ক্রিকেট এশিয়া কাপ জয়ী মৌলভীবাজারের ছেলে ইকবাল হোসেন ইমনকে সম্মাননা জানিয়েছে রেজিস্টার্ড নিউজ পোর্টাল আই নিউজ ডট নিউজ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ইমনের বাড়িতে গিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল।

রোববার (১৭ ডিসেম্বর) স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনুর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ। সেই টিমের গর্বিত সদস্য ইকবাল হোসেন ইমন। যিনি মৌলভীবাজারের সন্তান। 

আরব আমিরাতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ইমন ১৫ রান দিয়ে ২ উইকেট লাভ করেন। পাশাপাশি, এশিয়া কাপের প্রতিটি ম্যাচে দারুণ বল করে নিজের প্রতিভার জানান দেন। সেমিফাইনালে ভারতের সাথে ৯ ওভারে ৩০ রান দিয়ে একটি মেডেন লাভ করেন । প্রথম ম্যাচে ৮ ওভার ১২ রান খরচায় বল করে একটি উইকেট ও একটি মেডেন লাভ করেন। জাপানের সাথে ৭ ওভার বোলিং করে ৮ রান দিয়ে একটি উইকেট লাভ করেন। 

ইকবাল হোসেন ইমনের এমন সাফল্যে আপ্লুত মৌলভীবাজারবাসী। তাকে সম্মাননা জানাতে শনিবার মৌলভীবাজার সদর উপজেলার করিমপুর গ্রামে হাজির হয় আই নিউজ টিম। সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রথম বিভাগ ক্রিকেট দল মাহদীস ইলেভেনের সভাপতি গাজী আবেদ, মাহদীস ইলেভেনের সহ-সভাপতি ও ২নং মনুমুখ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শাহ ইমরান সাজু, ইমনের পিতা আবু বক্কর, মা শাহনাজ পারভিন, আই নিউজের ক্যামেরাপারসন মোহাম্মদ মোস্তফা, চাচা আব্দুল আউয়াল ও গ্রামের বুলবুল আহমেদ।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়