Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৮, ১৭ জানুয়ারি ২০২৪

এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর রুটিন

এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর রুটিন

এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর রুটিন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২০২৪ এর রুটিন প্রকাশ হয়েছে। এটাতো সকলেই জানি যে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪। এ বছরের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। এ প্রতিবেদনে জানিয়ে দেব এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর রুটিন। 

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরুর দিন ধরে গত বছরের গত মাসে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। বরাবরের মতো বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর রুটিনে দেখা যায় এসএসসি পরীক্ষা চলবে ১২ মার্চ পর্যন্ত। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত।

পরীক্ষার হলে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা এমনটি জানানো হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর রুটিনে। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের সুবিধার্থে রুটিন এখানে তুলে ধরা হলো-


এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর রুটিন এর পরের অংশ-


আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়