Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ৫ আগস্ট ২০২২

ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ফাইল ছবি

তামিম ইকবাল। ফাইল ছবি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের ৫৪ তম অর্ধশতকের দেখা পেলেন তামিম। এরপরই তিনি ছুঁয়ে ফেলেন প্রথম বাংলাদেশি হিসেবে আরও একটি মাইলফলক। 

৪৮ রানে দাঁড়িয়ে ৯টি ডট বল খেলেছেন তামিম। ২২তম ওভারে প্রথমবারের মতো আসা সিকান্দার রাজার বলে সিঙ্গেল নিয়ে সে খরা কাটিয়েছেন তিনি। পরের ওভারে মিল্টন শুম্বাকে স্কুপ করে ডাবলস নিয়ে এই মাইলফলকে ছুলেন ৭৯ বলে।

এই ম্যাচে আরও একটি মাইলফলক ছুলেন তামিম ইকবাল। সেখানে প্রথম বাংলাদেশি হয়ে গেলেন তিনি। ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করলেন বাংলাদেশ অধিনায়ক। সব মিলিয়ে ওয়ানডেতে এ কীর্তি গড়া ৩৩তম ব্যাটসম্যান তিনি। ওপেনার হিসেবে নবম।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রান পূর্ণ করেছিলেন তামিম ইকবাল। এরপর ৫ হাজার, ৬ হাজার, ৭ হাজারের পর ৮ হাজার রানের রেকর্ডেও প্রথম বাংলাদেশি হলেন তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়