কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১১:১০, ১৭ সেপ্টেম্বর ২০২২
কমলগঞ্জে থামছে না সড়কের গাছ চুরি
রাতের আঁধারে ধীরে ধীরে গাছগুলো কেটে নিচ্ছে বৃক্ষখাদকের দল। ছবি: সাজু মারছিয়াং
মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর-নইনারপার সড়কের দুই পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লাগানো গাছ রাতের আঁধারে প্রতিনিয়ত কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েক মাসে এ সড়কের দুই পাশ থেকে বড় আকারে ৩০-৩৫টি আকাশী, মেহগনি গাছ কেটে নিয়েছে চক্রটি।
সর্বশেষ গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদ্য কাটা আরও ৭-৮টি মাঝারি ও বড় আকারর গাছের গুড়ি ও ডালপালা দেখতে পান স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, দেড় কিলোমিটারের এ সড়কের দুই পাশের গাছগুলো বড় হয়ে গেছে। সদ্য কাটা গাছের ডালপালা সড়কের পাশে ধানি জমিতে ফেলে রাখা হয়েছে। চুরি যাওয়া এসব গাছের বাজারমুল্য প্রায় দুই লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৩ মাসে ওই সড়কের অনেক গাছ কাটা হয়েছে। রাতের আঁধারে চোরেরা এই গাছ কেটে নিয়ে যাচ্ছে।
আদমপুরের ইউনিয়নের বাসিন্দা যুবলীগ নেতা সাদেক হোসেন, কাইয়ুম বখত, জিল্লুর রহমানসহ কয়েকজন বলেন- এলাকায় একটি গাছ চোরচক্র (সিন্ডিকেট) গড়ে উঠেছে। তারাই রাতের আঁধারে ধীরে ধীরে গাছগুলো কেটে নিচ্ছে। প্রায় বহুসংখ্যক গাছের গোড়ায় করাতের ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন দীর্ঘদিন ধরে চোরচক্রের হাতে এ সড়কের দুই পাশের গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, চোরের উপদ্রবে গাছ গুলো টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। এলজিইডি প্রকৌশলীকে বারবার জানিয়েও কোন প্রতিকার হচ্ছে না। এমনকি বিগত কমলগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা সভায়ও এ বিষয়ে কথা বলেছেন।
তবে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, সড়কের পাশের গাছ চুরির বিষয়টি অত্যান্ত দুঃখজনক। এর আগেও এই সড়ক থেকে গাছ চুরি হয়েছে।
তিনি বলেন, বিগত আইনশৃঙ্খলা সভায় এ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। একই সাথে আমার উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- মৌলভীবাজারে বঙ্গবন্ধু : খুঁজে পাই পিতার পদচিহ্ন (ভিডিও)
- দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন
- এ পি জে আব্দুল কালাম: ‘দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’