Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ৬ আগস্ট ২০২২

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ২২০

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে ২০ লাখ ৭ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী।

একই সময়ে শনাক্তদের মধ্যে ১৫৩ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহ বিভাগের, ৩৫ জন চট্টগ্রাম বিভাগের, ৮ জন রাজশাহী বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ১ জন বরিশাল বিভাগের ও ১০ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায়ও ২ জনের মৃত্যু হয়েছিল এবং ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ০৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৪৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়। ওই বছরের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়