Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২০:৪৪, ২ সেপ্টেম্বর ২০২২

কুবিতে লিও ক্লাবের প্রথম ইনস্টলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির উদ্যোগে প্রথম ইনস্টলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার  কক্ষে  এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়৷ 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। আরো উপস্থিত ছিলেন অনুষদ উপদেষ্টা ড. মো. মিজানুর রহমান, লায়ন এস কে আনিসুর রহমান, লায়ন মো. রবিউল ইসলাম রাজু, লায়ন আজহার মাহমুদ, লায়ন একেএম মোস্তাফিজুর রহমান, লায়ন মো. রশিদুল ইসলাম সানি, লায়ন কাজী মো. খালেকুজ্জামান সহ লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি ও লায়ন ক্লাব অব ঢাকা কিংসসের সদস্যবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ঢাকা থেকে আগত লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, এই আন্তর্জাতিক মানের সংগঠন আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সে সকল সুযোগ সুবিধা দিয়ে আসছে তা অকল্পনীয়।  আমরা আশা রাখব তারা এ ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম আমাদের বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রাখবে৷ পাশাপাশি বৃত্তির সুযোগ তৈরি করে দিবে, ইন্টার্নির বিভিন্ন সুযোগ এনে দিবে। এতে আমাদের কাজের সমন্বয় আসবে। 

এসময় ঢাকা লায়ন্সের সদস্যরা বিভিন্ন ব্যাংকে শিক্ষার্থীদের ইন্টার্নি করার সুযোগ দিবেন বলেন শিক্ষক-শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। অনুষ্ঠান শেষে ক্লাব মেম্বারদের হাতে ইন্টারন্যাশনাল সনদ ও পিন তুলে দেন কার্যকরী কমিটির সদস্যরা। এসময় নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়