সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
আপডেট: ১৬:১৬, ১ জুন ২০২৩
খরার প্রভাব চা শিল্পে : কমেছে স্বাদ বেড়েছে দাম
চায়ের চতুর্থ নিলামে প্রদর্শিত চা-পাতা। ছবি- সাজু মারছিয়াং
সাম্প্রতিক সময়ে সিলেট বিভাগের অন্যান্য জেলার মতো মৌলভীবাজারের উপর দিয়েও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র খরার প্রভাবে গুনগত মান আগের চেয়ে কিছুটা কমে যাওয়া এবং উৎপাদন হ্রাস পেয়েছে। উৎপাদন কম হওয়ায় বেড়েছে চায়ের দাম। ফলে বুধবার (৩১ মে) শ্রীমঙ্গলের অনুষ্ঠিত চায়ের চতুর্থ নিলাম ৬০ শতাংশের মতো চা বিক্রি করা সম্ভব হয়েছে।
শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের চতুর্থ চা নিলাম বসে বুধবার (৩১ মে)। এদিন নিলামে ১ লাখ ৮৩ হাজার ৫৩০ দশমিক ৬০ কেজি চা পাতা নিলামে উঠে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৬৫০ টাকা।
বুধবার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলের পাঁচটি ব্রোকারস হাউস ও চট্টগ্রামের সাতটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৫০ জন বায়ার নিলামে অংশগ্রহণ করেন। তবে আজ চতুর্থ নিলামে বায়ারদের সংখ্যা বেশী ছিল।
নিলামে মোমিন ছড়া চা বাগানের ব্ল্যাক টি কেজি প্রতি সর্বোচ্চ ২২৫ টাকা এবং কেদার পুরের ব্ল্যাক টি কেজি প্রতি সর্বোচ্চ ৩২৫ টাকা দামে নিলাম উঠে। তাছাড়া সাবারি টি প্ল্যান্টেশন এর গ্রীনটি প্রতি কেজি এক হাজার ১৮০ টাকা দামে নিলাম উঠেছে। এর আগে গত ২০২২-২৩ নিলাম বর্ষের তৃতীয় চা নিলামে ৭৪ হাজার ৩৮০ দশমিক ৪০ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৪ হাজার ৭৯৭ দশমিক ৬০ কেজি, যার মূল্য ৫২ লাখ ৭৬ হাজার ৬৪৪ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ১৮৩ দশমিক ২৩ টাকা।
জালালাবাদ টি ব্রোকার্সের পরিচালক সৈকত আলী খান জানান, ‘আজকের চতুর্থ চা নিলামে শ্রীমঙ্গলের ৫ টি এবং চট্টগ্রামের ৭ টি ব্রোকারস হাউজ অংশগ্রহণ করছে। নিলামে প্রায় ১ লাখ ৮৩ হাজারের উপরে চা অপারিং হয়।’
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি চেরাগ আলী বলেন, ‘আজ নিলামে ৬০ শতাংশ চা বিক্রি হয়েছে। দাম চট্টগ্রামের চেয়ে শ্রীমঙ্গলের একটু বেশী। কেজিতে চট্টগ্রাম থেকে ২০/২৫ টাকা বেশী।
শ্রীমঙ্গল পদ্মা টি সাপ্লাই এর স্বত্বাধিকারী মেঘনাদ হাজরা বলেন, প্রচুর খরার কারণে চা উৎপাদন পরিমাণ বেশ কমে গেছে। যদিও কোয়ালিটি একটু খারাপ হয়েছে, কিন্তু দামটা একটু বেশী। কেজিতে ১৫/২০ টাকার মতো বেড়েছে। সেই হিসাবে চায়ের গুণগত মান তেমন ভালো না।’
এদিকে বাংলাদেশ চা বোর্ড সুত্রে জানা যায়, ‘২০২৩-২০২৪ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ৫টি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মাঝে শুধুমাত্র বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা ক্রয়বিক্রয় করা হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’