Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ৬ ডিসেম্বর ২০২৩

খানসামার মায়ের হ ত্যা র বিচার চেয়ে রাজপথে বিপাশা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

দিনাজপুরের খানসামায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে উপোবালা হ ত্যা একটি আলোচিত ঘটনা। গ ণ ধ র্ষ ণে র পর হ ত্যা এবং তার ১০ বছরের মেয়েকে নি র্যা ত নে র প্রতিবাদ জানিয়ে হ ত্যা কারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মায়ের বিচারের দাবিতে রাজপথে মানববন্ধনে দাঁড়িয়েছে মেয়ে বিপাশা। 

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১.৩০ টা থেকে ১২. ৩০টা পর্যন্ত উপজেলার কাচিনীয়া বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে এ মানববন্ধন করেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ৫নং ভাবকী ইউনিয়ন শাখা।  

মানববন্ধনে হত্যার শিকার উপবালার মেয়ে বিপাশা বলেন, 'আমি আমার মায়ের হত্যার বিচারের দাবিতে আবারো মানববন্ধনে দাঁড়িয়েছি। আমার মাকে যারা নৃশংসভাবে মেরেছে তাদের বিচার চাই। আমি সমাজের সকল মানুষকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। আমার মাকে যারা মেরেছিল তাদের অতি দ্রুত বিচার চাই।'

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ৫নং ভাবকী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দিলীপ বিশ্বাস বলেন, 'এর আগেও আমরা এ বাজারে মানববন্ধন করেছি। আমরা প্রশাসনের নিকট দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।'

এ সময় উপস্থিত ছিলেন, শিকার উপবালার বাবা মথুরা, স্বামী নিশান, কাকা জীতেন্দ্র নাথ রায়,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব সুমন, ইউনিয়ন যুবলীগ সদস্য মিজানুর রহমান মিজান, কামরুল হাসান, রতন রায়, বাদশা মিয়া, লিটন রায়, রোস্তম আলী, পরিমল মহন্তসহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাবকি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়