Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৬, ২৪ ডিসেম্বর ২০২৩

খানসামায় আগুনে পুড়লো বসতবাড়ি 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

দিনাজপুরের খানসামায় আগুনে দুটি পরিবারের বাড়িঘর, ধান, চাল, আসবাবপত্র, ফ্রিজ, খড়ের গাদা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

রোববার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় গ্রামের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটিতে জমিরপাড়ার মৃত আজহার আলীর ছেলে মো. নাজমুল ইসলাম ও তার মাতা লায়লা বেওয়া থাকতেন। 

ভুক্তভোগী নাজমুল বলেন, আমার মা ও আমার সব পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আগুন আমাদের অনেক বড় সর্বনাশ করল। আমাদেরকে নিঃস্বপ্রায় করে দিয়েছে। 

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর লিডার আবু সায়েম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক রওনা দেই। এলাকাবাসীসহ আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি। পরিবারগুলোর ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৩ লাখ ৫০ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাচ্চারা আগুন নিয়ে খেলতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ বান্ডিল টিন, ১০টি কম্বল ও নগদ অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা  নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়