Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ২০ মার্চ ২০২৪

খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে আছেন সিলেটিরা 

ফাইল ছবি

ফাইল ছবি

প্রবাসী অধ্যুষিত অঞ্চল হলেও নিজেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না সিলেটের অনেক মানুষ। ফলে তাঁরা খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে আছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘‌খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান-২০২৩’ প্রতিবেদনে এমনি তথ্য উঠে এসেছে। 

দেশে দারিদ্র্যসীমার নিচে রয়েছে ১৮ শতাংশ মানুষ। আর ২২ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। তার মানে, যারা দারিদ্র্যসীমার ওপরে আছে, তারাও উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়েছে।

বিবিএসের তথ্য বলছে, সিলেট বিভাগে ২৭ দশমিক ৩৫ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছেন। এরমধ্যে যারা গৃহস্থালির কাজ করেন কিংবা কর্মের সন্ধানে আছেন, খাদ্যনিরাপত্তায় তাদের চেয়েও পিছিয়ে আছেন কর্মজীবীরা। তবে যারা কোনো কাজ করেন না, তাদের মধ্যে খাদ্যনিরাপত্তাহীনতার হার সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের দারিদ্র্যসীমার নিচে রয়েছে ১৮ শতাংশ মানুষ আর ২২ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। যারা দারিদ্র্যসীমার ওপরে আছে তারাও উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়ছে। স্বল্প আয়ের চাকরিজীবীদেরও ক্রয়ক্ষমতার ঘাটতি তৈরি হচ্ছে। তারা সঞ্চয় ভেঙে খাচ্ছে। এমনকি মধ্যবিত্তরা টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য কিনতে বাধ্য হচ্ছে। অন্যদিকে বিশ্বব্যাংক বলছে, ৭০ শতাংশ মানুষ পুষ্টিনিরাপত্তাহীনতায় ভুগছে। এসব পরিসংখ্যানের মাধ্যমে দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার চিত্রটি সামনে আসছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়