সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
ঘরে ঘরে চলছে খাসি, মনিপুরী, ও গারোদের ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি
মৌলভীবাজারে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীরা।
বাংলা ঋতুতে মৌসুম এখন শীতকাল। উৎসবপ্রধান বাংলাদেশের বেশিরভাগ উৎসব অনুষ্ঠিত হয় শীতকালে। এদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসবও পালিত হয় এই শীতকালে। সে হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের ক্ষুদ্র নৃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের কাছে সময়টা উৎসবের সময়। ঐতিহ্যবাহী নানান উৎসবকে ঘিরে জোর প্রস্তুতি চলছে এ অঞ্চলের খাসিয়া, মনিপুরী ও গারোদের ঘরে ঘরে।
চলতি নভেম্বরে গারো, খাসি (খাসিয়া) ও মণিপুরিদের পৃথক পৃথক বড় তিনটি ঐতিহ্যবাহী উৎসব আছে। এসব উৎসব দেখতে প্রতিবছর উৎসবের সময় ভিড় জমান দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা। তাই যেন উৎসব শুরুর আগে নিজেদেরকে আরো পুরোদস্তুর করে তোলতে চলছে এই প্রস্তুতির দৌড়ঝাঁপ।
২৩ নভেম্বর খাসিয়াদের খাসি সেং কুটস্নেম
খাসি (খাসিয়া) জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম। এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার খাসিয়া জনগোষ্ঠীর এই ‘খাসি সেং কুটস্নেম’ উৎসবের আয়োজন করা হয়েছে।
নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে মৌলভীবাজারের খাসিয়া সম্প্রদায়ের তরুণ-তরুণী।
কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জির মাঠে দিনব্যাপী এই উৎসব হবে। উৎসব উপলক্ষে খাসি সোশ্যাল কাউন্সিল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মেলায় আদিবাসী খাসি জনগোষ্ঠীর মানুষ বসবেন বাহারি পণ্যের পসরা নিয়ে। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান সুপারি, তির, ধনুকসহ বাঁশ-বেতের জিনিসপত্র থাকবে। রয়েছে ঐতিহ্যবাহী নৃত্য গান, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন।
খাসিয়াদের একটি সূত্র জানিয়েছে, সিলেট বিভাগের প্রায় প্রতিটি ৭৫ টি পুঞ্জি থেকেই এখানে এসে লোকজন উৎসবে যোগ দেবেন।
১৯ নভেম্বর গারোদের ওয়ানগালা
গারোদের অন্যতম বড় উৎসব ওয়ানগালা। সাধারণত শীতের শুরুতে নতুন ফসল ঘরে তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। গারো ভাষায় ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ শব্দের অর্থ উৎসর্গ করা। এই উৎসবের মধ্য দিয়ে গারোরা তাদের দেবতার কাছে ফসল উৎসর্গ করে কৃতজ্ঞতা প্রকাশ করে।
শ্রীমঙ্গলে বসবাসরত গারো সম্প্রদায়ের একদল তরুণী।
আগামী ১৯ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি গারোপল্লির মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন ফুলছড়ি গারোপল্লির মাঠে আসর বসবে গারোদের ওয়ানগালা উৎসবের।
বড় আকর্ষণ মনিপুরীদের মহারাসলীলা
মৌলভীবাজারে হওয়া ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের উৎবের মধ্যে সবথেকে বেশি আগ্রহে থাকে মনিপুরীদের মহারাসলীলা নিয়ে। এই উৎসবটি দেখতে প্রতিবছর লাখ খানেক দর্শক এসে জড়ো হন কমলগঞ্জ-আদমপুরের মনিপুরী পল্লীর নাটমণ্ডপ গুলোতে। চলতি নভেম্বরের ২৭ তারিখ অনুষ্ঠিত হবে মহারাসলীলা। সে হিসেবে দিন ঘনিয়ে এসেছে। মনিপুরী পল্লীতেও চলছে উৎসবকে সফল করে তোলবার সকল জোর প্রস্তুতি।
ঐতিহ্যবাহী মনিপুরী সম্প্রদায়ের পোশাক পরে নৃত্যরত একদল মনিপুরী তরুণী। যারা গোপিনীর ভূমিকায় নৃত্য করছেন।
২৭ নভেম্বর কমলগঞ্জের মাধবপুরের শিববাজারে (জোড়া মণ্ডপে) ও আদমপুরের তেতইগাঁওয়ে আয়োজন করা হয়েছে এই উৎসবের।
নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য ও সমৃদ্ধ সংস্কৃতির দিকে এগিয়ে থাকা মনিপুরীদের প্রধান উৎসব মহারাসলীলা। রাস উৎসবের দুটি পর্ব থাকে। দিনের বেলায় রাখাল নৃত্য আর রাতে মহারাস। রাখালনৃত্যে শ্রীকৃষ্ণের শিশুকালের নানা লীলা তুলে ধরা হয়। রাতের বেলা শুরু হয় মহারাসলীলা। ভোর পর্যন্ত রাধাকৃষ্ণের নানান কাহিনি ফুটিয়ে তুলেন মনিপুরীরা।
শ্রীমঙ্গল উপজেলা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ বলেন, একটা সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই উৎসবগুলো তাঁদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন এই উৎসবগুলোয় সবাই অংশ নেন। বিশেষ করে মনিপুরীদের মহারাস উৎসব দেখতে মণিপুরি জনগোষ্ঠীর বাইরের লোকজন বেশি থাকেন। সারা দেশ থেকে মানুষ আসেন। অন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনুষ্ঠানেও বাইরের মানুষ আসেন। তাঁদের এসব উৎসব যেন হারিয়ে না যায়, সে জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনেও বিভিন্ন জনগোষ্ঠীর উৎসব করা হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’