আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৩:১৩, ১২ আগস্ট ২০২৩
ঘোড়ার গাড়ি চড়িয়ে প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনা করল শিক্ষার্থীরা
ছবি- সংগৃহীত
ব্যতিক্রমী এক আয়োজন এটা। সজ্জিত ঘোড়া আনা হয়েছে, সেই সঙ্গে আনা হয়েছে ঘোড়ার গাড়িও। এই ঘোড়ার গাড়িতে কোনো বর-কনে চড়বেন না; চড়বেন একজন শিক্ষক, শিক্ষাগুরু। শিক্ষাগুরুর প্রতি আকণ্ঠ শ্রদ্ধা আর ভালোবাসা প্রদর্শনে শিক্ষকদের বিদায় সংবর্ধনায় এমনি এক তাক লাগানো উদ্যোগ নিয়েছিল নওগাঁর বদলগাছী উপজেলায় ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আর যিনি ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষার্থীদের এমন ভালোবাসায় সংবর্ধিত হলেন তিনি শিক্ষক দুলাল আহমদ। ছিলেন বদলগাছী উপজেলায় ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কর্ম জীবন থেকে অবসর নিয়েছেন তিনি।
তাঁর কর্মজীবনের শেষ দিনটি রাঙাতে বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সংবর্ধনার আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নাসিম আলম, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা ও সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
পরে বিদায়ী বক্তব্য রাখেন শিক্ষক দুলাল আহমদ। বলেন, ৩৬ বছর চাকরি করেছি। এ সময়ে মধ্যে আমার কোন ধরনের ছুটির প্রয়োজন হয়নি। শিক্ষার্থীদের সবসময় পড়াশুনার প্রতি উদ্বৃদ্ধ করেছি। পরিশেষে কর্মময় জীবনে কোন ধরনের ভুলক্রুটি করে থাকলে সবার কাছ ক্ষমা প্রার্থনা করছি। বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে অতিবাহিত করতে পারি সবার কাছে দোয়া কামনা করছি। আমার চাকরি জীবনের শেষ দিনে যেন সুন্দর অনাড়ম্বরের মধ্য দিয়ে বিদায় হবে যা ছিল কল্পনাতিত। এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।
শেষে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে ব্যতিক্রমী বিদায় জানানো হয়। যা দেখতে জড়ো হন হাজারো উৎসুক মানুষ।
প্রসঙ্গত, শিক্ষক দুলাল আহমদ নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর গ্রামের মৃত মোশাররফ হোসেন মন্ডলের ছেলে। তিনি ১৯৮৭ সালে ৪ অক্টোবর চাকরিতে যোগদান করেছিলেন।
তিনি ছিলেন ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব। দাম্পত্য জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।
কর্মময় জীবনে অসংখ্য ছাত্র-ছাত্রীকে শিক্ষা দিয়েছেন। যারা বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যবসা ও রাজনীতিতে দেশ ও জাতির জন্য অবদান রেখে চলছেন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩